কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ
টুঙ্গিপাড়ায় আ.লীগের নবনির্বাচিত কমিটির বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা
আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
শনিবার দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহান নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় নেতৃবৃন্দ ফাতেহা পাঠ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জাতির পিতাসহ অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে যোগ দেন।
দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
২৪ ডিসেম্বর অনুষ্ঠিত দলটির ২২তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা টানা ১০তম মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন।
আরও পড়ুন: শূন্য ৫ আসনে উপনির্বাচন: আ.লীগের আবেদনপত্র বিতরণ শুরু বুধবার
আ.লীগের সভাপতি হিসেবে পুননির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে পিএমও’র শুভেচ্ছা
১ বছর আগে
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন আ.লীগের নতুন কেন্দ্রীয় কমিটির
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
রবিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশের স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
পরে শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
শনিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত ২২তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা টানা দশম মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আরও পড়ুন: আ.লীগের জাতীয় কাউন্সিল: শেখ হাসিনা-কাদের পুননির্বাচিত
আ.লীগের ২২তম জাতীয় কাউন্সিল উদ্বোধন করলেন শেখ হাসিনা
১ বছর আগে