সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী
জনগণ যতক্ষণ শেখ হাসিনার সঙ্গে থাকবে, কোনো আলটিমেটাম বা বার্তা দিয়ে লাভ হবে না: কাদের
জনগণ যতক্ষণ শেখ হাসিনার সঙ্গে থাকবে, কোনো আলটিমেটাম বা বার্তা দিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকবেন, ততদিন কোনো আলটিমেটাম বা বার্তা দিয়ে লাভ হবে না। সংবিধান থেকে একচুলও সরবে না সরকার।
মঙ্গলবার (১৭ অক্টোবর) শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: বিএনপি শর্ত প্রত্যাহার করলে সরকার সংলাপের বিষয়ে বিবেচনা করবে: ওবায়দুল কাদের
এসময় মন্ত্রী বলেন, ‘সারাদেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় এনে নাশকতার ষড়যন্ত্র করছে বিএনপি। এই নাশকতার সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ সরকার প্রস্তুত আছে।’
বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ আওয়ামী লীগের একাধিক নেতা।
আরও পড়ুন: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম শিগগিরই কমবে: ওবায়দুল কাদের
মৃত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই: ওবায়দুল কাদের
১ বছর আগে
আ.লীগ নেতারা কখনো দেশ ছেড়ে পালাবেন না: ওবায়দুল কাদের
সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নেতারা কোনো প্রতিকূল পরিস্থিতিতেই দেশ ছেড়ে পালাবেন না।
তিনি বলেন, বিএনপি এখন সরকারকে পালিয়ে যেতে বলছে। তারা (বিএনপি নেতারা) বলেছেন, সরকার পালানোর কোনো পথ খুঁজে পাবে না, এটা হাস্যকর।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের
ঐতিহাসিক রাজশাহী মাদরাসা মাঠে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় রবিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
দর্শকদের হাসি ও উল্লাসের মধ্যে সেতুমন্ত্রী বলেন, আমি পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। তুমি কি আমাদের আশ্রয় দেবে না?
যদি না হয়, ঠাকুরগাঁওয়ে তার একটি বাড়ি আছে এবং আমরা সেই বাড়িতে যাব,
কাদের বলেন, জনরোষ থেকে নিজেদের চামড়া বাঁচাতে বিএনপি নেতাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে। এছাড়া লন্ডনে পালানোর আগে তারেক রহমান একটি বন্ডে সই করেছিলেন যে তিনি আর রাজনীতি করবেন না।
এই আওয়ামী লীগ নেতা বলেন, দণ্ডিত পলাতক এখন বিরোধী দলের নেতা।
ওবায়দুল কাদের বলেন, তিনি এ দেশে জন্মেছেন এবং এ দেশেই মৃত্যুবরণ করবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার ক্ষমতাচ্যুত হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
ওবায়দুল কাদের আরও বলেন, তারা নতুন কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে একটি বার্তা পাঠাতে চান।
তা হল অবিলম্বে পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং একটি নতুন নির্বাচন কমিশনের অধীনে জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করার অনুমতি দেয়া।
আরও পড়ুন: বড় ধরনের হামলা ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের
বিএনপি ক্ষমতায় এলে একাত্তরের চেতনা বিলুপ্ত হয়ে যাবে: ওবায়দুল কাদের
১ বছর আগে
দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ: কাদের
সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।
রবিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: স্বাধীনতাবিরোধীরা এখনো সক্রিয়: ওবায়দুল কাদের
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ রবিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সম্মেলনে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন করেছি; সিনিয়র নেতাদের অধিকাংশই পুনর্নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের মনের কথা বোঝেন।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচন, বিশ্ব পরিস্থিতি সামনে রেখে আমাদের দেশেও সংকট আছে; তাছাড়া জঙ্গিবাদ, সম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলনও। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। তা মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি।’
তিনি আরও বলেন, তিনি তিনবার দলের সাধারণ সম্পাদক হওয়ায় দায়িত্ব বেড়েছে। এটা আমার সৌভাগ্য যে আমি আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি এবং এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত।
আরও পড়ুন: যেভাবেই হোক জাতির পাশে থাকবে আ.লীগ: কাদের
বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা হাস্যকর: কাদের
১ বছর আগে