কালিয়া
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মোল্যা নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় মাহাবুর শেখ নামে আরেক রাজমিস্ত্রি আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্রামে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
বাচ্চু শেখ কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সাহেব আলী শেখের ছেলে এবং আহত মাহাবুর শেখ পৌরসভার বেন্দারচর গ্রামের মৃত সোনা শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু ও মাহাবুর পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্রামে নজির ফকিরের বাড়িতে কাজ করার সময় বাচ্চুর হাতে থাকা রড বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আহত মাহাবুরকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু
খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু
৮ মাস আগে
নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ
নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগুডাঙ্গা গ্রামের রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
আহত মো.বায়েজিদ মোল্যা (৩৮) বাগুডাঙ্গা গ্রামের মো.বাদশা মোল্যার ছেলে।
বায়েজিদ জানান, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তার ওপর প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আছে। তারই জের ধরে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বাগুডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা ৪/৫ জন দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে রাতেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
উপজেলার নড়াগাতি থানা ছাত্রলীগের সভাপতি মো.মঞ্জুরুল ইসলাম চৌধুরী ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
১ বছর আগে
নড়াইলে পল্লী চিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ
নড়াইলের কালিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে এবং কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ মে) সকালে উপজেলার তেলিডাঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত আমিনুল ইসলাম (৪২) তেলিডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং পার্শ্ববর্তী চান্দেরচর বাজারের পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: নড়াইলে বাল্যবিয়ের ভয়ে পলাতক, ২১ দিন পর বান্ধবীর বাড়ি থেকে কিশোরী উদ্ধার
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে চান্দেরচর বাজারে নিজের চেম্বারে যাচ্ছিলেন আমিনুল। পথিমধ্যে প্রতিপক্ষ আব্দুল গফফারের লোকজন আমিনুলের মোটরসাইকেলের গতিরোধ করে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন আমিনুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আমিনুল।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, আমিনুল হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নড়াইলে ৯ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
নড়াইলের কালিয়ায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
১ বছর আগে
কালিয়ায় মুক্তিযোদ্ধার বসতঘর দখল মুক্ত করেছে পুলিশ
নড়াইলের কালিয়ার সেই মুক্তিযোদ্ধা এস এম মতিয়ার রহমানের বসতঘর দখল মুক্ত করেছে কালিয়া থানা পুলিশ। শুক্রবার দুপুরে তালা খুলে দখল মুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মতিয়ার রহমান উপজেলার বিলধুড়িয়া গ্রামের মৃত মমিন উদ্দিন শেখের ছেলে।
এর আগে ৩০ মার্চ বিরোধীরা তার বসত ঘরের তালা ভেঙে দখল করে নিলে মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান গত ১০ এপ্রিল ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
অভিযোগের বিবরণে জানা যায়, পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে মতিয়ার রহমান দীর্ঘদিন যাবত অসুস্থ্য থাকার সুযোগে প্রতিবেশি মো. শাহাজান শেখ এক খণ্ড জমি নিয়ে তার সঙ্গে বিরোধ সৃষ্টি করে। একজন অসুস্থ্য ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে তাকে একটি বীর নিবাস উপহার দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী বীর নিবাস হস্তান্তর করলে মতিয়ার তার বসতঘরটি তালাবদ্ধ করে স্বপ্নের বীর নিবাসে চলে যান।
৩০ মার্চ বিকাল ৫ টার দিকে শাহাজানের নেতৃত্বে পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত মতিয়ারের তালাবদ্ধ বসত ঘরের তালা ভেঙে দখল করে ঘরে থাকা মালামাল লুটে নেয় বলে অভিযোগ করা হয়।
ওই দিনই সন্ধ্যায় তিনি বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির (ক্যাম্প ইনচার্জ) কাছে দখলদার উচ্ছেদসহ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে ইউএনও’র কাছে অভিযোগ করে। পরে তিনি অভিযোগটি ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া থানায় পাঠন।
এরপর ১৫ দিন পর শুক্রবার দুপুর ২টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপে দখলকৃত বসতঘরটি দখল মুক্ত করে মতিয়ার রহমানের কাছে হস্তান্তর করেন।
মতিয়ার রহমান সন্তোষ প্রকাশ করে বলেছেন, তার বসতঘরটি অবৈধ দখল মুক্ত হওয়ায় তিনি আনন্দিত। ন্যায় বিচার পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার শেখ নজরুল ইসলামসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেছেন, মুক্তিযোদ্ধার বসতঘর দখলের অভিযোগটি জানতে পেরে উভয় পক্ষকে থানায় ডেকে বসতঘরটি দখল মুক্ত করা হয়েছে। একজন মুক্তিযোদ্ধার সমস্যার সমাধান করতে পেরে তিনি আনন্দিত বলে জানান।
কালিয়ার ইউএনও ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি রুনু সাহা বলেছেন, একজন মুক্তিযোদ্ধাকে আইনি সহায়তা দিয়ে তার অধিকার সংরক্ষণ করাই প্রশাসনের মূললক্ষ্য।
অতি অল্প সময়ের মধ্যে পুলিশ তার সমস্যার সমাধান করায় তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: বরিশালে অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই
বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
১ বছর আগে
নড়াইলের কালিয়ায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
নড়াইলের কালিয়ায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বড়নাল, মাধবপাশা ও নড়াগাতি থানার জয়নগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নড়াইল জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসিফ উদ্দিন মিয়া এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদীসহ জেলা পুলিশ ও আনছার বাহিনীর সহায়তায় কালিয়া উপজেলার বড়নাল, মাধবপাশা ও নড়াগাতি থানার জয়নগর এলাকায় অবৈধ ইটভাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৭
এ সময় পরিবেশ ছাড়পত্র না থাকায় ও অবৈধ ইটভাটা হওয়ায় বড়নাল এলাকার মেসার্স স্বস্তি এন্টারপ্রাইজ ব্রিকস ও মাধবপাশা এলাকার মা ব্রিকস নামক দু’টি ইটভাটার স্কেভেটর ও ট্রাকটরের সাহায্যে চিমনি, কিলন সম্পূর্ণ ভেঙে ফেলা হয় এবং জ্বালানি কাঠ ব্যহারের করায় মেসার্স স্বস্তি এন্টারপ্রাইজ ব্রিকসকে ৪০ হাজার টাকা ও মাধবপাশা এলাকার মা ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কামাল মেহেদী জানান, নড়াইল জেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ ইটভাটা ও জ্বালানি কাঠ ব্যবহার সমূহের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর-এর মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে জঙ্গি দমন অভিযান: ৪৪ ‘জঙ্গি’ কারাগারে, ৫ কেএনএফ সদস্য রিমান্ডে
১ বছর আগে
নড়াইলে ট্রলির ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
নড়াইলের কালিয়ায় বালিবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ইসমাইল শেখ নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে নড়াইল-কালিয়া সড়কের আটলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল শেখ কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের ফুরকান শেখের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার ছাত্র।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসমাইল শেখ সাইকেল চালিয়ে বাড়ির পাশে রাস্তায় উঠার সময় নড়াইল অভিমুখী একটি বেপরোয়া গতির বালিবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। তখন ইসমাইল সড়কে ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে স্থানীয়রা ট্রলিটিকে আটক করলেও চালক ট্রলিটি ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: রূপসায় ইটবাহী ট্রলির ধাক্কায় কলেজের অধ্যক্ষ নিহত
ট্রলির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত
১ বছর আগে
কালিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম
আধিপত্য বিস্তার ও নির্বাচনি বিরোধকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
এ সময় তার বাম হাতের একাধিক আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে পা ভেঙে দেয়া হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে আইনজীবীসহ ৩ জনকে কুপিয়ে জখম
রবিবার (২৫ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত এনামুল হক এনা পুরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
অপরদিকে, এ ঘটনার পরপরই প্রতিপক্ষ গ্রুপের নেতা খাইরুল ইসলামের বাড়িতে হামলা করে আসবাপত্র ভাঙচুর ও লুটপাট চালায় আহত এনা গ্রুপের লোকজন।
এছাড়া বিকাল চারটার দিকে উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের হাড়িয়ারঘোপ এলাকা থেকে হিমু শেখ (৪০) নামে প্রতিপক্ষের এক যুবক কুপিয়ে আহত করে এনা মেম্বারের ক্যাডার সোহেলের নেতৃত্বে অপর একদল দুর্বৃত্ত।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কালিয়া উপজেলা বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক এনার সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল পুরুলিয়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার তমজিদ শেখ,সহকারী ভূমি কর্মকর্তা খাইরুল ইসলাম ও সাফু শেখের।
গত বছর ওই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনে এনার নিকট সাফু শেখ হেরে যাওয়ায় দু’গ্রুপের বিরোধ বড় আকার ধারণ করে। এরই জের ধরে রবিবার দুপুরে যোহরের নামাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য এনামুল হক এনা। প্রতিপক্ষ গ্রুপের নেতা তমজিদ শেখের বাড়ির কাছাকাছি এলে সাফু শেখ, টিপু শেখ, লেলিন শেখ, জাহাঙ্গীর শেখ, রিপন শেখ, লায়েক শেখ ও সাহিদুল শেখসহ একদল দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এ সময় তাঁর বাম হাতের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে এবং পা ভেঙ্গে দেয় প্রতিপক্ষরা। ইউপি সদস্য এনার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ইউপি সদস্যকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার পরপরই প্রতিপক্ষ গ্রুপের নেতা সহকারী ভূমি কর্মকর্তা খাইরুল ইসলামের বাড়িতে হামলা করে দামি আসবাপত্র ভাঙচুর ও লুটপাট চালায় এবং হিমু শেখ (৪০) নামে প্রতিপক্ষের এক যুবক কুপিয়ে আহত করে ইউপি সদস্য এনা গ্রুপের লোকজন।
আহত ইউপি সদস্য এনামুল হক এনার ছোট ভাই আজিজুর ইসলাম অভিযোগ করে বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে; নৃশংসভাবে কোপানো হয়েছে।
যারা এ কাজ করেছে, তাদের বিচার চাই আমরা।
এ প্রসঙ্গে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার কারণে ইউপি সদস্যের ওপর হামলা হতে পারে।
আহত ব্যক্তিদের পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে লিখিত অভিযোগ দিতে পারেন।
এছাড়া তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর পাওয়ার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম
লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক
১ বছর আগে