নড়াইলের কালিয়ায় বালিবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ইসমাইল শেখ নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে নড়াইল-কালিয়া সড়কের আটলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল শেখ কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের ফুরকান শেখের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার ছাত্র।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসমাইল শেখ সাইকেল চালিয়ে বাড়ির পাশে রাস্তায় উঠার সময় নড়াইল অভিমুখী একটি বেপরোয়া গতির বালিবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। তখন ইসমাইল সড়কে ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে স্থানীয়রা ট্রলিটিকে আটক করলেও চালক ট্রলিটি ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।