ট্রাকের চাকায় পিষ্ট
আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মধুমালা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মধুমালা উপজেলার বারাদি ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের বাবুল আক্তারের স্ত্রী। এর আগে আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সোনাতনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ১ জন নিহত, ৬টি গরুর মৃত্যু
পুলিশ জানায়, সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে একটি ট্রাক তাকে অতিক্রম করতে যায়। এসময় ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়েন মধুমালা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করেন। পরে দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জান্নাত উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় কুলখানি নিয়ে দ্বন্দ্ব, নিহত ১
৭ মাস আগে
নড়াইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা হারালো ভ্যানচালক
নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশা চৌরাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানচালক পা হারালেন। বৃহস্পতিবার (১৮ মে) রাত ১০টার দিকে যশোর-কালনা মহাসড়কের লক্ষ্মীপাশা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় আহত তারিক শেখ (২৭) লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের রামপুর এলাকার মোসলেম শেখের ছেলে।
তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে আম বোঝাই করে ট্রাকটি যশোর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ট্রাকটি যশোর-কালনা মহাসড়কের লক্ষ্মীপাশা চৌরাস্তায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দেয়।
এসময় ট্রাকের সামনের চাকায় ভ্যানচালক তারিক শেখের বাম পায়ের নিচের অংশ পিষ্ট হয়ে যায়। পরে পথচারীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল বলেন, দুর্ঘটনায় ওই যুবকের বাম পায়ের নিন্মাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দুর্ঘটনায় পতিত ট্রাক ও ট্রাকচালককে জনতার সহযোগিতায় লোহাগড়া থানা পুলিশ আটক করে থানা হেফাজতে নিয়েছে।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
জৈন্তাপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
১ বছর আগে
যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
যশোরের অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মে) রাত সাড়ে ১১ টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জিহাদ কামাল জিতু শেখ (২৪) উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত টগর শেখের ছেলে এবং নওয়াপাড়া পৌর শাখা ছাত্রলীগের সদস্য।
আরও পড়ুন: বরিশালে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ২
নিহতের বড় ভাই মিল্টন জানান, রাত সোয়া ৯টায় ব্যবসাসংক্রান্ত কাজ শেষে খুলনার ফুলতলা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তার ভাই জিহাদ। অভয়নগর থানা সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের বোয়ালমারী পোল নামক স্থানে পৌছালে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার ভাই গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুমেক হাসপাতালে রেফার করা হয়। পরে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি বলেন, ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চাঁদপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত
মাগুরা সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টায় মাগুরা-যশোর সড়কের জাগলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুশান্ত শিকদার (৬০) সদর উপজেলার জগদল ইউনিয়নের জাগলা গ্রামের শিকদার পাড়ার জীতেন শিকদারের ছেলে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম জানান, সুশান্ত শিকদার সকালে জাগলা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয় পথিমধ্যে যশোরগামী একটা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ওই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল। এখানে চিকিৎসা নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: উল্লাপাড়ায় ট্রাকচাপায় পথচারী নিহত
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, আহত ২
১ বছর আগে
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
যশোরের শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার নাভারণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন।
নিহত জান্নাতুল ফেরদৌস (২৪) মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। তিনি শার্শা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন ও আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্ল্যাহর ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় আলমসাধু থেকে পড়ে নারীর মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিজবাড়ি থেকে প্রতিদিনের ন্যায় সকালে মোটরসাইকেলে সহকর্মী নূর ইসলামের সঙ্গে শার্শার উদ্দেশে রওনা হয়ে নাভারণ বাজারে পৌঁছালে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস সড়কের ওপরে পড়ে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে গেলে ওখানেই তার মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পারিবারের স্বজনদের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঢাবি এলাকায় ধাক্কা দিয়ে প্রাইভেটকার টেনে নিয়ে গেল নীলক্ষেতে, হাসপাতালে নারীর মৃত্যু
সীতাকুণ্ডে ওএমএস’র চাল কিনতে গিয়ে ভিড়ের চাপে নারীর মৃত্যু
১ বছর আগে