ভাগাভাগি
মাদকের টাকা ভাগাভাগি নিয়ে কুপিয়ে হত্যা
দিনাজপুরের চিরিরবন্দরে মাদক বিক্রির টাকা ভাগাভাগির জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
বুধবার দুপুরের নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের বাঁশতলা এলাকায় কুচুরিপনা ভর্তি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: ময়মনসিংহে শশুর বাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত
হত্যার শিকার হাসানুর রহমান (৪১) চিরিরবন্দরের নশরতপুরের ভঘুপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে।
সে মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
নিহত হাসানুর রহমানের মা হাসিনা বেগম জানান, মঙ্গলবার রাতে গ্রাম্য চৌকিদারের তাড়া খেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আর ফিরে আসেনি তার ছেলে। বুধবার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের বাঁশতলা এলাকায় কুচুরিপনা ভর্তি পুকুরে তার ছেলের লাশ পড়ে ছিল।
লাশের পাশে হাসুয়াসহ হত্যায় ব্যবহৃত অন্যান্য সামগ্রী পড়ে ছিল।
মাদক ব্যবসায়ীর সঙ্গে মাদক বেচা কেনার টাকা লেনদেনের জের ধরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেশী কয়েকজনের নামে অভিযোগ তুলছেন তিনি।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, অভিযোগের তদন্ত চলছে। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে জিজ্ঞাসাবাদের জন্য কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: ভাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
পুলিশের সামনে থেকে যুবলীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা
১ বছর আগে