১১ দল
ঢাকায় বিএনপিসহ ৩২টি দলের বিশাল শোডাউন সম্মিলিত আন্দোলনে রূপ নেয়
বিএনপিসহ ৩২টি সমমনা বিরোধী দল শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে শোডাউনের মিছিল করেছে। প্রথম যৌথ কর্মসূচির মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এটিকে বর্তমান সরকারকে পতনের একটি সম্মিলিত আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ তাদের ১০ দফা দাবিতে চাপ দেয়ার জন্য তারা তাদের পরবর্তী পদক্ষেপ হিসাবে ১১ জানুয়ারি সারাদেশে পৃথকভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একযোগে আন্দোলনের অংশ হিসেবে মিছিল বের করার চেষ্টা করলে নগরীর মালিবাগ, পল্টন ও মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট নিক্ষেপ করে জামায়াত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়, এতে অন্তত ১০ জন আহত হয়। পুলিশ ইসলামী দলটির কয়েকজন নেতাকর্মীকে আটকও করেছে।
বিকাল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনের সামনে থেকে বিশাল মিছিল বের করে বিএনপি। এটি বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মগবাজারে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আগামী ১১ জানুয়ারি সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।
৯ ডিসেম্বর মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে গ্রেপ্তারের পর থেকে দলের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আরও পড়ুন: বিএনপির আন্দোলনকে সমর্থন করতে ১২ দলীয় জোট গঠন
১ বছর আগে