নবগঙ্গা
নড়াইলে নবগঙ্গার ভাঙনে বাড়িঘর হারিয়ে রাস্তায় আশ্রয় ভুক্তভোগীদের
নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুরের ফুলি বিবির সম্পত্তি বলতে ছিল মাথা গোঁজার ঠাঁই ‘বাড়িটিই’। সেটিও চলে গেল নবগঙ্গার পেটে।
সর্বশান্ত ফুলি বিবি যেন দুঃখের অনুভূতিও হারিয়ে ফেলেছেন। উদাসভাবে চেয়ে থাকতে থাকতে বলেন, ‘এই বাড়িটুকু ছাড়া আমার আর কোনো জায়গা জমিও নেই, যে সেখানে একটু মাথা গোঁজার মতো জায়গা পাব। আমার বাড়ি গিলে নিয়েছে নবগঙ্গা নদী।’
হঠাৎ আবার সচেতন হয়ে উঠেন। কথা বলতে বলতে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘কোথায় থাকব, কী করব কিছুই বুঝতে পারছি না। এখন আমার ছেলে-মেয়েদের নিয়ে কোথায় থাকব। আকাশের নিচে ছাড়া আমার থাকার কোনো জায়গা নেই।’
একই অবস্থা নবগঙ্গার ভাঙনের শিকার তবিবুর শেখের। তিনি বলেন, ‘আমার সারাজীনের কষ্টের ফসল আমার এই বাড়িটুকু তাও নদীতে চলে গেছে। অনেক কষ্টে আমি বাড়িটা করেছিলাম। আমার আর কিছুই থাকল না। জানি না এখন পরিবার নিয়ে কোথায় থাকব।’
বসতবাড়ি আর ও আঙিনার সবজি খেতটুকুই ছিল হাসি বেগমের সম্বল। এসব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
হাসি বেগম বলেন, ‘আমার আার কিছুই নেই সব নদীতে চলে চলে গেছে। আশ্রয় নেওয়ার মতো এখন আমার রাস্তা ছাড়া আর কোথাও জায়গা নেই। রাতে ঘুম নেই ঠিকমতো খাবার নেই, কীভাবে রাত দিন পার করছি আল্লাহ ছাড়া আর কেউ জানে না।’
শুধু কাঞ্চনপুর নয়, নবগঙ্গার তীব্র ভাঙনের কবলে পড়েছে কালিয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। গত ১৫ দিনের অব্যাহত ভাঙনে নদীগর্ভে চলে গেছে বসতভিটা, ফসলি জমি, কাঁচাপাকা ঘর, গাছপালাসহ বিভিন্ন স্থাপনা। এখন ভাঙনের ঝুঁকিতে রয়েছে কালিয়া উপজেলা গুরুত্বপূর্ণ বারইপাড়া মাহাজন সড়ক, বসত বাড়ি, বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
বারইপাড়া মাহাজন সড়ক নদী গর্ভে বিলীন হলে তলিয়ে যাবে হাজার হাজার একর ফসসি জমি, ভেসে যাবে শত শত মাছের ঘের।
কাঞ্চনপুর এলাকার বাসিন্দা আশরাফ মুক্তার বলেন, আমরা খুবই আতঙ্কে দিন পার করছি। আমাদের এই রাস্তা যদি ভেঙে যায় তাহলে আমাদের বাড়িসহ বাকি সবগুলো বাড়ি নদীতে চলে যাবে। সেই সঙ্গে আমাদের এলাকার সব পুকুর ঘেরসহ ফসলি জমি নদীতে চলে যাবে। আমাদের এলাকার প্রায় সবাই এই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
আরও পড়ুন: দৌলতদিয়া ৬ নম্বর ঘাটে ভাঙনে ২০ মিটার বিলীন
২ মাস আগে
নড়াইলের নবগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সর্বশেষ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে বড়দিয়া ফেরিঘাট থেকে লাশটি উদ্ধার করে। এ নিয়ে এই নৌকাডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হলো।
নিহত মাহমুদ শেখ (৪৫) কালিয়া গ্রামের খালেক শেখের ছেলে।
আরও পড়ুন: নবগঙ্গা নদী গর্ভে ১শ একর ফসলি জমি
জানা যায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা খেয়াঘাট থেকে ১৪-১৫ যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা বাহিরডাঙ্গা ঘাটে যাচ্ছিল। মাঝনদীতে যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এসময় বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মণ্ডলের মেয়ে ও উপজেলার বাবুপুর গ্রামের আ. জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তার ছেলে নাসিম (২) এর মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ ছিলেন।
নড়াইল ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মো. মাহবুব আলম বলেন, খুলনা থেকে আসা ডুবুরি দল শনিবার নদীতে উদ্ধার অভিযান শুরু করে। রবিবার দ্বিতীয় দিনের মতো নদীতে উদ্ধারকাজ শুরু করে দু’জনের লাশ উদ্ধার করে।
এছাড়া মঙ্গলবার সকাল সাড়ে ৯টা দিকে বড়দিয়া ফেরিঘাট এলাকা থেকে মাহমুদ শেখের লাশটি উদ্ধার করে। এ নিয়ে নিখোঁজ চারজনেরই লাশ উদ্ধার করা হলো।
আরও পড়ুন: নড়াইলে নবগঙ্গায় নৌকাডুবে মা ও ছেলের মৃত্যু
নবগঙ্গা নদী গর্ভে ১শ একর ফসলি জমি
১ বছর আগে
নড়াইলে নবগঙ্গায় নৌকাডুবে মা ও ছেলের মৃত্যু
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে যাত্রীবাহী নৌকাডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এসময়, পানিতে ডুবে আরও পাঁচজন নিখোঁজের খবর পাওয়া গেছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালিয়া পৌরসভার বাগবাড়ি থেকে বাহিরডাঙ্গা যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবুপুর গ্রামের নাজমা বেগম (২৫) ও তার ৩ বছর বয়সী ছেলে নাশিম।
স্থানীয় বাসিন্দা মো. ফসিয়ার রহমান জানান, ছেলে নাশিমকে নিয়ে বাহিরডাঙ্গা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন নাজমা বেগম। নৌকাটিতে যাত্রী বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
আরও পড়ুন: কালীগঞ্জে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাসমীম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালিয়া পৌরসভার বাগবাড়ি থেকে বাহিরডাঙ্গা যাওয়ার সময় ১৭ জন আরোহী নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় অন্তত ১০জনকে উদ্ধার করা হয় এবং পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন।
ওসি আরও জানান, ‘আমরা নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছি। যথাযথ প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন: ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
১ বছর আগে