চোরে
ছাদ থেকে পড়ে চোরের মৃত্যু
বগুড়ায় চুরি করতে গিয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক চোরের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও এক চোর।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রাশেদুল ইসলাম রয়েল (৩৪) ওই এলাকায় মৃত আব্দুস সাত্তারের ছেলে।
আরও পড়ুন: কালীগঞ্জে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
এ ঘটনায় নিহত রাশেদুলের সহযোগী লাল মিয়াকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। আহত লাল সদর উপজেলার হাজরাদিঘী গ্রামের মকবুল মিয়ার ছেলে।
বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রহিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
রহিম উদ্দীন বলেন, সদর উপজেলার শিকারপুর এলাকায় হামিদ আলীর পাঁচতলা নির্মাণাধীন ভবন রয়েছে। সেই ভবনের চারতলায় কিছু লোহার যন্ত্রাংশ ও রড রাখা আছে। শুক্রবার রাত ৯টার দিকে চুরির উদ্দেশ্যে রাশেদুল ও লাল মিয়া চার তলায় ওঠে।
এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করলে রাশেদুল চার তলার ছাদ থেকে পা ফসকে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় আহত লাল মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহত লাল মিয়া জানিয়েছে, তারা লোহার যন্ত্রাংশ ও রড চুরির উদ্দেশ্যে ওই ভবনে প্রবেশ করেছিলেন।
এসআই আরও জানান, রাশেদুলের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু
নড়াইলে নবগঙ্গায় নৌকাডুবে মা ও ছেলের মৃত্যু
১ বছর আগে