মোবাইলফোন
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থলে পড়েছিল আ.লীগ নেতার মোবাইলফোন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গভীর রাতে একটি বাড়ির সামনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চকঘোড়াপাখিয়া গ্রামের আব্দুস সালামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও মোবাইলফোন উদ্ধার করে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১টার দিকে হঠাৎ আব্দুল সালামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় ককটেলের বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভাঙে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এসময় তারা ঘটনাস্থলে একটি মটোরালা ব্রান্ডের মোবাইল ফোন সেট ও তাজা একটি ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রাতেই ককটেল ও মোবাইলফোন উদ্ধার করে থানা পুলিশ নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে আরও জানা যায়, বাসার চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজেও ককটেল হামলা করে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার ঘটনা সুস্পষ্ট দেখা যাচ্ছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ চৌধুরী বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মোবাইলটি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওদুদ মহরিলের। তবে কি কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ জানাতে পারেনি।
এঘটনায় যে ব্যক্তির বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে তারা মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
আরও পড়ুন: বাবুগঞ্জে ককটেল বিস্ফোরণ: বিএনপির ২০৫ নেতাকর্মীর নামে মামলা
বাবুগঞ্জে স্কুলমাঠে ককটেল বিস্ফোরণ!
১ বছর আগে