বিছানা
বিছানার ওপর কলেজছাত্রীর গলাকাটা লাশ, রক্তাক্ত কাঁচি উদ্ধার
সিলেটে একটি বাসা থেকে সনিয়া বেগম (২০) নামে এক কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) এ সময় খুলিয়াপাড়া নিলিমা আবাসিক এলাকার একটি বাড়ির বিছানায় লাশের পাশ থেকে কাপড় কাটার কাঁচি জব্দ করেছে পুলিশ।
নিহত সোনিয়া আক্তার সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে এবং দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।
সোনিয়া মা ও সৎ বাবার সঙ্গে ওই বাড়ির ৪র্থ তলার বাসায় ভাড়া থাকতো।
আরও পড়ুন: মাগুরায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
জানা যায়, সোনিয়ার সৎ বাবা সেলিম মিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় সোনিয়ার মামাতো ভাই সজিব আহমদ শনিবার রাত ১২টার দিকে সোনিয়াদের বাসায় আসেন। রবিবার সকাল ৭টার দিকে সজিবসহ সোনিয়ার পরিবারের সদস্যরা একসঙ্গে বসে নাশতা করেন। পরে ঘরে সোনিয়া ও তার ভাবী ফারিয়া বেগমকে রেখে পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে চলে যান।
এসময় সোনিয়ার মামাতো ভাই সজিব ওই বাসায় ছিলেন। তবে সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে থাকা সোনিয়ার মা অমিতা বেগমকে ফোন করে সজিব বাড়ি চলে যাচ্ছেন বলে বিদায় নেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় সজিবকে সন্দেহ করছেন সোনিয়ার পরিবারের সদস্যরা।
এদিকে, দুপুর ১২টার দিকে সোনিয়ার সাড়াশব্দ না পেয়ে তার ভাবী সোনিয়ার কক্ষে গিয়ে বিছানার ওপরে গলাকাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন। এসময় হাসপাতালে থাকা পরিবারের সদস্যদের খবর দেন সোনিয়ার ভাবী।
তারা বাসায় ফিরে পুলিশে খবর দিলে দুপুর পৌনে ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এসময় লাশের পাশ থেকে কাপড় কাটার একটি রক্তমাখা কাঁচি জব্দ করে পুলিশ।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
তিনি সাংবাদিকদের বলেন, আমরা দুপুরে নিহতের আত্মীয়-স্বজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। এটি একটি লোমহর্ষক হত্যাকাণ্ড। মেয়েটির গলায় ধারালো কিছুর গভীর ক্ষত রয়েছে। লাশের পাশ থেকে কাপড় কাটার একটি কাঁচি উদ্ধার করেছি আমরা। সেটি রক্তমাখা অবস্থায় পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ওই তরুণী টিকটকার ছিলেন বলে জানা গেছে। আমরা পুলিশ, সিআইডি, পিবিআই মিলে এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছি।
তিনি বলেন, এ ঘটনায় একজনকে আমরা সন্দেহ করছি। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করছি না। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোনিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মেঘনায় নিখোঁজের ৫ দিন পর জেলের লাশ উদ্ধার
১ বছর আগে
এক রশিতে ঝুলছে বাবা-মার লাশ, বিছানায় ঘুমিয়ে সাত মাস বয়সী শিশুকন্যা
দিনাজপুরের খানসামায় শয়ন কক্ষ থেকে এক রশিতে ঝুলন্ত অবস্হায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় বিছানায় ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল প্রায় সাত মাস বয়সী একমাত্র মেয়ে সন্তান আশা মনিকে। রবিবার সকালে উপজেলার ভাবকি ইউনিয়নের মারগাঁও গ্রামের পূর্ব হাজীপাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত রবিউল ইসলাম (৩৫) ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং সামছুন নাহার (৩২) পার্শ্ববর্তী আফাজ মেম্বার পাড়ার সমশের আলীর মেয়ে।
আরও পড়ুন: চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রবিউল ইসলাম পেশায় দিনমজুর। স্ত্রী সামছুন নাহার গৃহিনী৷ তারা পূর্ব হাজীপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খবর পেয়ে রবিবার সকালে লাশ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তারা মানসিক অশান্তিতে ভুগে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় জানান, বছর ১৫ আগে সংসার পেতেছিল রফিকুল সামসুন দম্পতি। বিয়ের পর এক পুত্র সন্তান ঘরে এসেছিল তাদের। কিন্তু স্ত্রীর সঙ্গে রাগারাগি করে সেই সন্তানসহ নিজে বিষ পান করেছিলেন রফিকুল ইসলাম।
সন্তান বিষক্রিয়ায় মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যান বাবা রফিকুল ইসলাম।
মাস সাতেক আগে তাদের ঘরে আসে আশা মনি নামে একটি কন্যা সন্তান। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় লেগে থাকতো মনোমালিন্য। এতে প্রায়ই স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে দিন কাটাতে হতো স্ত্রী সামসুন নাহারকে।
সম্প্রতি স্ত্রীকে ঘরে ফেরায় রফিকুল।
রবিবার সকালে শয়ন কক্ষের বিম থেকে নামানো হয়েছে এই দম্পতির নিথর দেহ। তবে মৃত্যুর পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছেন তারা।
ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন জানান, ঘটনাটি মর্মান্তিক।
রফিকুল ইসলাম কিছুটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিল।
আরও পড়ুন: ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশালে আবাসিক হোটেল থেকে জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে