উপস্থিত
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে, তবে ভোটারদের উপস্থিতি কম
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। তবে ভোটারদের উপস্থিতি কম।
বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে ইভিএমএর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত।
এদিকে, সকাল থেকে নারী ও পুরুষ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে আসছেন। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি খুবই কম। নেই উৎসবমুখর পরিবেশ। নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে ভোটারের উপস্থিতি।
নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এরা হলেন- বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার (কলারছড়ি), জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল), জাকের পার্টির জহিরুল হক জুয়েল (গোলাপ ফুল) ও বিএনপির বহিস্কৃত নেতা আবু আসিফ আহমেদ (মোটরগাড়ি)। তবে নির্বাচনে আওয়ামী লীগ এ আসনটিকে উন্মুক্ত ঘোষণা করায় এখানে দলটির কোনো প্রার্থী (দলীয়) নেই।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-৩ উপনির্বাচনে ২ প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল উদ্ধার
এছাড়াও বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফ আহমেদ গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।
দুই উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা তিন লাখ ৭৩ হাজার ৩১৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ৫০৩ ও নারী ভোটারের সংখ্যা এক লাখ ৭৫ হাজার ৮১৫ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছে।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অফিসারসহ এক হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন থাকার পাশাপাশি চার প্লাটুন বিজিবির সদস্য, র্যাবের ৯টি টিম, পুলিশের ৯টি মোবাইল টিম ও চারটি স্ট্রাইকিং টিম নিয়োজিত রয়েছেন। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাত্তার দায়িত্ব পালন করবে তিনজন পুলিশ, অস্ত্রধারী দু’জন আনসার, লাঠিধারী ১০জন আনসার ও দুইজন গ্রাম পুলিশ।
উপ-নির্বাচনে ১৭টি ইউনিয়নে ১৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দু’জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু
১ বছর আগে
অপপ্রচার, ভুল তথ্য মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে উপস্থিতরা মুখ খুলছেন না
দেশে-বিদেশে ‘সরকার বিরোধী অপপ্রচার’কে ‘সমন্বিত উপায়ে’ মোকাবিলা করার এবং সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা বাংলাদেশ সম্পর্কে বানোয়াট ও ভুল তথ্যের বিরুদ্ধে সঠিক তথ্য উপস্থাপনের কার্যকর উপায় খুঁজতে নিয়মিত বসবেন।
রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: ফেসবুকে সরকার বিরোধী পোস্ট: কার্টুনিস্টসহ কারাগারে ২
এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কাজটি সমন্বয় করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, এটি একটি রুদ্ধদ্বার বৈঠক এবং মিডিয়াকে জানানোর কিছু নেই।
আরও পড়ুন: সরকার বিরোধীদল নির্মূলের চেষ্টা করছে: বিএনপি
সরকার বিরোধী অপপ্রচার মোকাবিলা করুন: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী
১ বছর আগে