৬৬ ভোটার
সিলেটে টাকা ফেরত চেয়ে ৬৬ ভোটারের বিরুদ্ধে প্রার্থীর মামলা!
সিলেটের গোলাপগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে হেরে যাওয়ায় এক প্রার্থী ৬৬ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা করেছেন। নির্বাচন হয়ে যাওয়ার প্রায় আড়াই মাস পর রবিবার (১ জানুয়ারি) সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে তিনি মামলাটি করেন।
ওই প্রার্থীর নাম মুজিবুর রহমান চৌধুরী। তিনি পেশায় অ্যাডভোকেট। তিনি গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচন করেছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী দেব্রত চৌধুরী লিটন।
তিনি জানান, মামলাটি আমলে নিয়ে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
জানা গেছে, ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করেন অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। নির্বাচনে ভোটের আশায় ভোটারদের বিভিন্ন অংকের টাকা দেন। কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি। পরে টাকা ফেরত চেয়েও পাননি।
অবশেষে টাকা ফেরত পেতে আদালতে মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে ৬৬ জনকে। যারা সকলেই তার নির্বাচনী এলাকার ভোটার ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি।
মামলায় তিনি তার দেয়া টাকা ফেরত না পাওয়ায় তাদের গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, মামলার এজাহারে তিনি টাকার বিনিময়ে ভোটের বিষয়টি উল্লেখ করেননি। সেখানে বিভিন্ন অজুহাতে ভোটাররা টাকা নিয়েছেন বলে দাবি করেছেন।
আরও পড়ুন: মিথ্যা নারী নির্যাতন মামলা করায় উল্টো বাদী গ্রেপ্তার
উখিয়ায় গোলাগুলিতে রোহিঙ্গা নিহতের ঘটনায় ৭৮ জনের বিরুদ্ধে মামলা
১ বছর আগে