বিরোধে
জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৬ এপ্রিল) সকালে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সোনামিয়া (৬৭) ওই পাঁচবিবি উপজেলার পাড়ইল গ্রামের ঝরা মণ্ডলের ছেলে।
আরও পড়ুন: কালীগঞ্জে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
স্থানীয়রা জানান, শনিবার (১৫ এপ্রিল) বিকালে সোনামিয়া তার কেনা সম্পত্তি বুঝে নেওয়ার জন্য ঘটনাস্থল কড়িয়া গ্রামে যান। এসময় ওই সম্পত্তির দাবি করা প্রতিপক্ষের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা সোনা মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহত সোনামিয়ার লাশ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরও পড়ুন: রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
নাচোলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
১ বছর আগে
গৌরীপুরে জমির বিরোধে পিটিয়ে হত্যা
ময়মনসিংহের গৌরীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সকালে উপজেলার সহনাটি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতের নাম আবুল কালাম (৫০)। সে সহনাটি গ্রামের মগল হোসেনের ছেলে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সহনাটি গ্রামের একই বংশের আবুল কালাম ও আব্দুল হালিম গংদের সঙ্গে বাড়ির পাশের জমি নিয়ে বিরোধ চলছিল।
বুধবার সকালে বিরোধকৃত জমিতে কালাম গোবর ফেলার জন্য গর্ত করতে গেলে হালিম গংরা বাধা দেয়। এনিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা ও হাতাহাতি হয়।
পরে স্থানীয়রা দুই পক্ষকে সরিয়ে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়।
এর পরপরই আবুল কালাম মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে মারাত্মক আহত করে।
পরে স্থানীয়রার কালামকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে।
এখন পর্যন্ত কেউ আটক হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: জামালপুরে মেয়েকে অপমানজনক শব্দ ব্যবহার, প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা!
ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা
১ বছর আগে