আগুণ সন্ত্রাস
বিএনপি অস্থিরতা তৈরি করতে চায়: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি অস্থিরতা তৈরি করতে চায়। সাম্প্রতিক সময়ে তাদের কর্মসূচি সেটিই প্রমাণ করে। তারা ১০ তারিখকে ঘিরেও আগুণ সন্ত্রাস চালিয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন শিল্পীদের সংগঠন 'অভিনয় শিল্পী সংঘ' নেতাদের সাক্ষাত ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আগামী ১১ তারিখ আবারও তারা অবস্থান কর্মসূচি দিয়েছেন। সেখান থেকেও আবার অস্থিরতা সৃষ্টি করবে। আমরা ১০ তারিখ যেমন সতর্ক পাহারায় ছিলাম এবং ৩০ তারিখও আমরা সতর্ক অবস্থানে ছিলাম। ভবিষ্যতেও যদি তারা এ রকম বিশৃঙ্খলা করতে চায়, তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তার উচিত জবাব দেবো।
আরও পড়ুন: দেশকে স্বপ্নের ঠিকানায় নিতে ভূমিকা রাখবে ছাত্রলীগ: তথ্যমন্ত্রী
বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংলাপের প্রয়োজনীয়তা কি? নিবার্চনের আয়োজক সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন। তারা প্রয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে বসতে পারে। যদিও নির্বাচন কমিশন ইতোমধ্যে তাদের সঙ্গে আলোচনা করেছে। তারপরও যদি কোন অভিযোগ থাকে সেটা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে পারে।
তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে কোনো বাধা নেই। রাজনৈতিক কর্মসূচির নামে যদি সহিংসতা করার অপচেষ্টা চালায় তা প্রতিহত করতে জনগণের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা থাকবে।
ভারতের মিডিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আমরা উদ্যোগ নিয়েছি। ভারতের ৩৫ জন সাংবাদিক আগামীকাল শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন। তারা জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন জনের সঙ্গে বসবে। এ ধরনের সাংবাদিক আদান প্রদন আমরা বাড়াচ্ছি। আমরা আলোচনা করবো তারা আপনাদের সঙ্গে যোগাযোগ বাড়াবে।
আরও পড়ুন: সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে বিএনপিই বেকায়দায়: তথ্যমন্ত্রী
আ'লীগের সতর্কতায় বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা বিফল: তথ্যমন্ত্রী
১ বছর আগে