শাহরাস্তি
শাহরাস্তিতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর-তালাবদ্ধ
চাঁদপুরের শাহরাস্তিতে একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতি রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালটি ভাঙচুর ও তালা লাগিয়ে দিয়েছেন মৃত রোগীর বিক্ষুব্ধ স্বজনরা।
শনিবার(২ আগস্ট) সকালে এ ঘটনাটি ঘটে উপজেলার ঠাকুরবাজারের শাহরাস্তি জেনারেল হাসপাতালে।
হাসপাতালটি তালাবদ্ধ থাকায় ভেতরে থাকা রোগী ও স্বজনরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন দুপুর পর্যন্ত।খোঁজ নিয়ে জানান যায়, গত ২৬ জুন উপজেলার পূর্ব নিজমেহার কবিরাজ বাড়ির প্রবাসী দিদার হোসেনের সন্তান সম্ভবা স্ত্রী উম্মে হাসনা রিপাকে (২৯) এ হাসপাতালে সিজার অপারেশন করে সন্তান প্রসব করানো হয়। অপারেশন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত ডা. তানজিনা সুলতানা।
অপারেশন শেষে তাকে কেবিনে রাখা হয়। ৪ দিন পর ৩০ জুন ছাড়পত্র দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়। তবে বাড়িতে যাবার কিছদিন পর ব্যথা কমার পরিবর্তে ব্যথা আরও বাড়তে থাকে। তীব্র থেকে তীব্রতর হয় ব্যথা। অবস্থার অবনতি হলে গত ১৫ জুলাই তাকে ফের এ হাপাতালেই ভর্তি করা হয়।
ওদিনই রাত ৯টায় কুমিল্লা টাওয়ার হাসপাতালে রেফার করা হলে জানা যায় ভুল চিকিৎসার কারণে রোগী রিপার মুত্রথলি কেটে ফেলেছেন। কয়েকদিন পরে তাকে রিলিজ দেয়া হয়। শুরু হয় রোগীর স্বজনদের দৌড়ঝাপ।
২৬ জুলাই ঢাকার পদ্মা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্ত দেওয়া হয়। এরপর রিলিজ পেয়ে তাকে ২৯ জুলাই ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটায় মারা যান।
শনিবার সকালে তার লাশ এম্বুল্যন্সে করে শাহরাস্তিতে আনা হলে স্বজনরা উত্তেজিত হয়ে শাহরাস্তি জেনারেল হাসপাতালটিতে হামলা চালান ও ভাঙচুর করে ও তালা লাগিয়ে দেয়। ভিতরে আটকা পড়ে যায় অন্যন্য রোগীরা ও তাদের স্বজনরা।
রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসা কেনো করল? বিষয়টি গোপন করলই বা কেন?। একারণেই রোগীর রক্তক্ষরণ হয়েছে, রোগীকে বার বার রক্ত দেওয়া হয়েছে। চিকিৎসকের অবহলোর কারণেই রোগী মারা গেছেন।
আগেও এই হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মারা গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আরেক জন।
এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও হাসপাতালের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ইউএনবিকে বলেন, ‘খবর পেয়ে দুপুরে আমরা পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান ইউএনবিকে বলেন, ‘এ ব্যাপারে এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
১২৪ দিন আগে
শাহরাস্তিতে পুকুরে বিষাক্ততায় ভেসে উঠছে মরা মাছ
পরিবেশ দূষণে চরম হুমকিতে জীববৈচিত্র্য। ক্রমেই ধ্বংস হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশ। বাদ যাচ্ছে না পুকুর কিংবা জলাশয়। প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডে ধ্বংস হচ্ছে পুকুর ও জলাশয়ের মাছও।
এমনি বিপর্যয়কর পরিস্থিতিতে পড়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র ঠাকুর বাজারের দিঘিটি। দিনে দিনে পরিবেশ দূষণকারী বর্জ্য ফেলায় বিষাক্ত হয়ে পড়েছে জলাশয়টি, মরে যাচ্ছে মাছ।
শাহরাস্তি পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় দিঘির পানিতে ভেসে উঠছে শত শত মরা মাছ। দুর্গন্ধে আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর পরিবেশ হয়ে উঠেছে চরম অস্বাস্থ্যকর—এমনটাই অভিযোগ করেন আশপাশের ক্ষতিগ্রস্ত লোকজন ও শিশুরা।
পড়ুন: সুন্দরবন রক্ষায় বাস্তবিক কর্মপরিকল্পনা করা হবে: পরিবেশ উপদেষ্টা
স্থানীয় বাসিন্দারা ইউএনবিকে জানায়, ঠাকুর বাজারের পাশে গরু বাজারের জন্য পৌরসভা কর্তৃপক্ষ দিঘির ২০ শতাংশ জমি অধিগ্রহণ করে সেখানে ভরাট কার্যক্রম চালাচ্ছে। কিন্তু জমি ভরাটের কাজে নিয়মিতই বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা এনে ফেলা হচ্ছে। এসব বর্জ্যের বিষাক্ততা সরাসরি পানিতে মিশে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটাচ্ছে। নষ্ট হচ্ছে পরিবেশ।
দিঘি ইজারাদার ও মৎস্য চাষি অর্জুন চন্দ্র বর্মন ইউএনবিকে জানান, ১৫ মাসের জন্য ইজারা নিয়ে তিনি বিভিন্ন জাতের মাছ চাষ করছিলেন। কিন্তু হঠাৎ করে গত দুই-তিন দিনে দিঘির শত শত মাছ মারা যেতে শুরু করে। এতে করে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানান।
স্থানীয় বাসিন্দা মইনুল ইসলাম ও আবদুল মুনাফ বাচ্চুসহ আরও কয়েকজন ইউএনবিকে বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকায় ময়লার স্তুপ ফেলে ভরাট কার্যক্রম চলায় আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, দুর্বিষহ পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে। ময়লার গন্ধ সহ্য করা যাচ্ছে না, আর এখন মাছও মরছে।’
এ বিষয়ে শাহরাস্তি পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ ইউএনবিকে বলেন, ‘আমরা পৌরসভার নিজস্ব জমি ভরাট করছি। বিষয়টি অবগত হয়েছি, আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের মতে, উন্নয়ন কাজের নামে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার মাধ্যমে পরিবেশ বিপর্যয় সৃষ্টি করা হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে এই দিঘি এক সময় সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়বে এবং এর প্রভাবে হুমকিতে পড়বে জনস্বাস্থ্যও।
১৬৭ দিন আগে
শাহরাস্তিতে অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে জুলাই অভ্যুত্থানের পর কলেজ থেকে বিতাড়িত হওয়া অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়ার নতুন করে কলেজে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণ এই ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদশীরা।
আহত শিক্ষক ও শিক্ষার্থীরা ইউএনবিকে জানান, গত জুলাই অভ্যুত্থানের পর ছাত্র-জনতার তোপের মুখে কলেজ থেকে বিতাড়িত হন অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া।
দীর্ঘদিন পরে তিনি এলাকার বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে শনিবার সকালে পুনরায় যোগদান করতে কলেজে আসেন।
পরে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও হিসাব বিজ্ঞানের শিক্ষক আবু সাইদ বিজয়ের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এতে কলেজের দুই শিক্ষক আবু সাঈদ বিজয় ও কামরুন নাহার এবং ৫ শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজীসহ ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে ৭ জনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আরও পড়ুন: শাহরাস্তিতে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে উপজেলা সহকারী কমিশনার নিরুপম মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ অলি উল্ল্যাহসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।আহত শিক্ষক আবু সাঈদ বিজয় জানান, কলেজ গভর্নিং বডির সভাপতির মাধ্যমে অধ্যক্ষ যোগদান করার নিয়ম। তিনি তা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমি ও আমার সহকর্মী এবং শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন।
এ বিষয়ে যোগদান করতে আসা অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া জানান, তিনি যোগদান করতে আসলে উপাধ্যক্ষকে পাননি। উপাধ্যক্ষ সেখানে উপস্থিত না থেকে পরিস্থিতি ঘোলাটে করেছেন। বাইরে কোনো শিক্ষার্থী আহত হয়েছেন কিনা—তা তিনি জানেন না।
এ ঘটনায় তিনি কোনো রাজনৈতিক প্রভাব খাটাননি বলেও দাবি করেন আনোয়ার হোসেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার ইউএনবিকে জানান, সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে কোনো পক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
১৯৪ দিন আগে
পানিবন্দি চাঁদপুরের লক্ষাধিক বাসিন্দা, পানি ও খাবারের তীব্র সংকট
কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলার বানের পানির স্রোতে চাঁদপুরের শাহরাস্তি ও কচুয়া উপজেলার লক্ষাধিক বাসিন্দা এক সপ্তাহেরও বেশি সময় ধরে পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করছেন। দেখা দিয়েছে খাবার ও পানীয় জলের তীব্র সংকট।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল পর্যন্ত কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের ভবানীপুর, সানন্দকড়া, রসুলপুর ও পিপুলকড়া এবং শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা, রায়শ্রী, চন্ডিপাড়া, দাদিয়া পাড়া ও দক্ষিণ পাড়ার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। গবাদি পশু ও হাঁস-মুরগি নিয়ে বিপাকে আছেন স্থানীয়রা।
তলিয়ে গেছে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বহু ফসলি জমি।
খোঁজ নিয়ে জানা যায়, বন্যাদুর্গত এই এলাকাগুলোতে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কিছু সহায়তা দিলেও নিজেরা রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি নেই। শুরুতে কিছু শুকনো খাবার খেয়ে থাকা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।
আরও পড়ুন: নেই দাফনের সুযোগ, লাশ ভাসিয়ে দিতে হচ্ছে কলা গাছের ভেলায়
পিপলকড়া গ্রামের দুলাল মিয়া বলেন, ‘গত ১০ দিন ধরে গ্রামের বহু বাড়িঘর পানির নিচে। গোয়ালঘর, টয়লেট ও রান্নাঘরগুলোতে পানি উঠে যাওয়ায় চরম সংকটের মধ্যে রয়েছেন তারা। কেউ কেউ উঁচু জায়গায় আত্মীয়-স্বজনের বাড়িতে উঠলেও অনেকেই এখন পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়া বাড়িতেই বাস করছেন।’
রাজশ্রী গ্রামের আনামিয়া জানান, তার বসতঘরটি গত এক সপ্তাহ পানির নিচে। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয় আশ্রয় নিলেও গবাদি পশু নিয়ে খুব বিপাকে রয়েছেন। এখন পর্যন্ত তাদের এলাকায় কোনো ধরনের সরকারি-বেসরকারি সহায়তা আসেনি।
একই ইউনিয়নের দাদিয়া পাড়ার বাসিন্দা দুই বোন শাহনাজ বেগম ও ফারহানা আক্তার বলেন, বানের পানির কারণে মূল ইউনিয়ন থেকে তাদের এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রায় সব বাড়িতে হাঁটু সমান পানি। খাবার রান্না করার পরিস্থিতি নেই। খুবই অসহায় অবস্থায় আছেন তারা।
স্থানীয় মাদ্রাসাশিক্ষক মাওলানা আশিকুর রহমান বলেন, ‘আমাদের এলাকার কিছু লোক সহযোগিতা নিয়ে এসেছে। আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় লোকদের সহযোগিতার চেষ্টা করছি। এমন পরিস্থিতিতে সরকারি ও বেসরকারিভাবে এসব অসহায় লোকদের সহযোগিতায় এগিয়ে আসা জরুরি।’
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত বলেন, বানের পানিতে ৫৫ হাজারের অধিক মানুষ পানিবন্দি। সাড়ে তিন হাজার লোককে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সংগঠনও তাদের সহায়তায় এগিয়ে এসেছে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ জানান, পানিবন্দি কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন। তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল
৪৬২ দিন আগে
চাঁদপুরে পা পিছলে ঘরের চাল থেকে পড়ে যুবকের মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তিতে ঘরের চালের ওপর ওভারডহেড পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে পা পিছলে তাল গাছের খন্ডের ওপর পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) দুপুরে পৌর শহরের ১২ নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকার ওসমান বেপারী নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. আরিফ হোসেন (২৮) ওই গ্রামের মো. মোতালেব হোসেনের ছেলে এবং তিনি ঢাকায় একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন।
আরও পড়ুন: রাজধানীর বনশ্রীতে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
মৃত্যুকালে তিনি মা-বাবা, অন্তঃসত্ত্ব স্ত্রী এবং আরিফা নামের আড়াই বছরের একটি কন্যাসন্তান রেখে যান।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার আরিফ বাড়িতে এসে শনিবার দুপুরে নিজ ঘরের টিনসেট ঘরের চালের ওপর স্থাপিত পানির ট্যাংকি পরিষ্কার করতে যায়। এসময় তিনি পা পিছলে ঘরের দক্ষিণ পাশে মাটির উপর থাকা তাল গাছের খন্ডের উপর পড়ে গুরুতর আহত হন।
ওইদিন বিকালে মোতালেব হোসেন ছেলে আরিফ হোসেনকে ঘরে না দেখতে পেয়ে খুঁজতে গিয়ে ঘরের দক্ষিণ পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে রেফার করেন। পরে ঢাকা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শহীদ হোসেন বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
আরও পড়ুন: নাটোরে ট্রেনের ধাক্কায় দম্পতির মৃত্যু
চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
৯০৮ দিন আগে
চাঁদপুরে উপজেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ১৪
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়ায় জামায়াতের আমির মোস্তফা কামালসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে শাহরাস্তি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ৮টি স্বর্ণের বারসহ যুবক আটক
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কুমিল্লার জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান (৪৩), শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল (৪৪), জামায়াত নেতা জালাল হোসেন (৩০), শামছুল আরেফীন (৩৩), মাওলানা ইমাম হোসেন (৩৩), পারভেজ হোসেন (৩০), মোশারফ হোসেন (৫০), মো. কাউছার খান (৫৩), শোহরাব হোসেন (৪৬), মাওলানা জমির হোসেন (২৭), মো. জাহাঙ্গীর আলম (৪৮), মো. জসিম উদ্দিন (৪৩), হাফেজ আকতার হোসেন (৩৫) ও আকতার হোসেন (৪৪)।
কুমিল্লার জামায়াত নেতা মিজানুর রহমান ছাড়া সকলের বাড়ি শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায়।
এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১০টার দিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সুচীপাড়া গ্রামের তা’লীমুল কুরআন নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন বৈঠকের সময় তাদের কাছ থেকে টাকা আদায়ের রশিদ, দলীয় কিছু বই উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ১৭ বছর ধরে পলাতক জেএমবি সদস্য ফেনীতে গ্রেপ্তার
রাজধানীতে ব্যাংকের টাকা লুটের ঘটনায় ৭ জন গ্রেপ্তার: ডিএমপি
১০০০ দিন আগে
শাহরাস্তিতে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
চাঁদপুরের শাহরাস্তিতে চুরির অপবাদ সইতে না পেরে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রবিবার উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহম্মদনগর গ্রামের মোক্তার বাড়িতে এই ঘটনা ঘটে।
মৃত সৈকত হোসেন (২৫) ওই গ্রামের আনিস মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহম্মদনগর গ্রামের হাসেম মোক্তার বাড়ির আনিস মিয়ার ছেলে সৈকত হোসেন বাড়ির পাশে এক মেয়েকে বিয়ে করেন। শ্বশুরবাড়িতে আসা-যাওয়ার সময় স্থানীয় মনির ও সাগর নামের দুই যুবক তাকে ‘চোর’ বলে খেপাত।
আরও পড়ুন: চাঁদপুরের মতলব দক্ষিণে ট্রাক চাপায় শিশু নিহত
এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে শনিবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে কীটনাশক পান করেন।
ওই দিন তার স্ত্রী ও শ্বশুর সেখান থেকে তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরের দিন রবিবার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মৃতের মা রেহানা বেগম শাহরাস্তি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চাঁদপুরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার, আটক ২
চাঁদপুরে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
১০২৫ দিন আগে
চাঁদপুরে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তিতে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে শাহরাস্তি শহরের ২ নং ওয়ার্ডের বাদিয়া কাজী বাড়ির পাশের ডোবায় এ মৃত্যুর দুর্ঘটনা ঘটে।
শিশুটির নাম ফওজিয়া নুর (২৮ মাস)। সে উপজেলার বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নুর উদ্দিনের কনিষ্ঠ মেয়ে।
আরও পড়ুন: রাজশাহীতে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে খেলার ছলে সকলের অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। আধা ঘন্টা পর তাকে খুঁজতে গেলে বাড়ির কোথায়ও পাওয়া যায়নি।
তার জেঠি পাশের ডোবায় ফাওজিয়াকে ভাসা অবস্থা দেখতে পায়। তার চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ওয়ারুক মেডিল্যাব হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক ফাওজিয়াকে মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: দিনাজপুরে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে পৃথক গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় নারী ও শিশুর মৃত্যু
১০৩৪ দিন আগে
শাহরাস্তিতে ট্রাকচাপায় প্রতিবন্ধী শিশুর মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাকচাপায় এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন (১০) উপজেলার খামপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সে একই ইউনিয়নের উল্লাশ্বর গ্রামে তার নানার বাড়িতে থাকতো।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও ছাত্র নিহত
পরিবার সূত্রে জানা যায়, শামীম ওইদিন দুপুরের দিকে অটোরিকশা নিয়ে ঘুরতে বের হয়।পাশের গ্রাম গঙ্গারামপুরে মানিকের বাড়ির সামনে পৌঁছলে পূর্ব দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী লাকসাম উপজেলা নাসা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শামীমকে কুমিল্লা রেফার্ড করে। কুমিল্লা নেয়ার পথে তার মৃত্যু হয়।
শাহরাস্তি খিলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত শামীমের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু
চাঁদপুরে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
১০৫৮ দিন আগে
শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২, আহত ৪
চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার বেলা ১১টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- সোহাগ (৩৫) ও লিটন হোসেন (১৯)।
আহতরা হলেন- দেলোয়ার হোসেন, কাসেম, আক্কাস ও মো. সোহাগ মিয়া।
আরও পড়ুন: বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
স্থানীয়রা ইউএনবিকে জানান, উপজেলা সদরের টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারী বাড়ির কাছে একটি পুরানো টিনের ঘরের চালা অন্য এক বাড়িতে ধরাধরি করে নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত হঠাৎ একটি টিন রাস্তায় পল্লী বিদ্যুতের তারের সঙ্গে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ ও লিটন ঘটনাস্থলে মারা যায়।
গুরুতর আহত হন অপর চার জন। এ সময় কাজ করছিলেন ১৪ জন।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডিউটি ডাক্তার ফারজানা ইয়াসমিন দুইজনকে মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ইউএনবিকে বলেন, খবর পেয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের থানার হেফাজতে আনা হয়েছে।
তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ময়না তদন্তের জন্য লাশগুলো জেলা সদর হাসপাতালে পাঠোনো হবে। এ ব্যাপারে মামলা এখনও প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু
আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
১১৭৪ দিন আগে