চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার বেলা ১১টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- সোহাগ (৩৫) ও লিটন হোসেন (১৯)।
আহতরা হলেন- দেলোয়ার হোসেন, কাসেম, আক্কাস ও মো. সোহাগ মিয়া।
আরও পড়ুন: বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
স্থানীয়রা ইউএনবিকে জানান, উপজেলা সদরের টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারী বাড়ির কাছে একটি পুরানো টিনের ঘরের চালা অন্য এক বাড়িতে ধরাধরি করে নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত হঠাৎ একটি টিন রাস্তায় পল্লী বিদ্যুতের তারের সঙ্গে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ ও লিটন ঘটনাস্থলে মারা যায়।
গুরুতর আহত হন অপর চার জন। এ সময় কাজ করছিলেন ১৪ জন।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডিউটি ডাক্তার ফারজানা ইয়াসমিন দুইজনকে মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ইউএনবিকে বলেন, খবর পেয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের থানার হেফাজতে আনা হয়েছে।
তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ময়না তদন্তের জন্য লাশগুলো জেলা সদর হাসপাতালে পাঠোনো হবে। এ ব্যাপারে মামলা এখনও প্রক্রিয়াধীন।