দুই ইজিবাইক
চুয়াডাঙ্গায় দুই ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৭
চুয়াডাঙ্গায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও সাতজন। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কাথুলীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুঁই খাতুন (২) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের বাবুপাড়ার জিয়ার ছোট মেয়ে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নারী নিহত
এরমধ্যে বর্ষা নামের সাত বছর বয়সী আরেক শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আহতরা বলেন, পরিবার ও স্বজনরা ইজিবাইকে করে ঝিনাইদহের কালিগঞ্জে যাওয়ার পথিমধ্যে কাথুলী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকে সঙ্গে তাদের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ইজিবাইক উল্টে সব যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা আমাদের সবার উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মারভিন অনিক চৌধুরী বলেন, হাসপাতালে নেয়ার আগেই মারা যায় শিশু জুঁই। ওই ঘটনায় বাকি সাতজনকে চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে অপর এক শিশু বর্ষার অবস্থা আশঙ্কাজনক। বর্ষার মাথায় আঘাত লাগায় সেখানে ক্ষতের সৃষ্টি হয়েছে। ক্ষতস্থানে অনেকগুলো সেলাই দিতে হয়েছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির জন্য পরামর্শ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
খুলনায় ট্যাংক লরিচাপায় মোটরসাইকেল চালক নিহত
১ বছর আগে