আশুলিয়া
সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫ পোশাক কারখানা বন্ধ
সাভার, আশুলিয়া, গাজীপুরের ১২৭৮টি পোশাক কারখানার মধ্যে মাত্র পাঁচটি সোমবার বন্ধ রয়েছে।
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ প্রধান কেন্দ্রগুলোতে পোশাক শিল্পে উল্লেখযোগ্য কোনো বাধা-বিপত্তি দেখা যায়নি।
সাভার ও আশুলিয়া এলাকার ৪০৭টি কারখানার মধ্যে মাত্র তিনটি কারখানা বন্ধ রয়েছে এবং গাজীপুরে ৮৭১টির মধ্যে দুটি কারখানা বন্ধ রয়েছে।
আরও পড়ুন: মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
এসব এলাকায় বেশিরভাগ বা ৯৯ দশমিক ২৬ শতাংশ কারখানা খোলা রয়েছে। বন্ধ রয়েছে ০.৭৪ শতাংশ।
এছাড়া নারায়ণগঞ্জে সব পোশাক কারখানা খোলা রয়েছে।
আরও পড়ুন: ৩৯ পোশাক কারখানার জন্য সহজ শর্তে ৫৪ কোটি টাকা ঋণ চায় বিজিএমইএ
১ মাস আগে
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ পরিদর্শক গ্রেপ্তার
রাজধানীর আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩ এর সদস্যরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরাফাত হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া উইং) ইমরান খান।
২ মাস আগে
আশুলিয়ায় অস্থিরতা: ৩ কারখানাতে লুটপাট, ৫০ কারখানা ছুটি ঘোষণা
আশুলিয়ায় আবারও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। অন্যদিকে আলিফ ভিলেজ লিমিটেড গ্রুপের তিনটি তৈরি পোশাক কারখানায় ব্যাপক হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। পরে বিশৃঙ্খলা ঠেকাতে অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ ঘটনায় শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ১১ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
হামলা ও ভাঙচুর হওয়া তৈরি পোশাক কারখানাগুলো হলো- আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকার আলিফ ভিলেজ লিমিটেডের আলিফ এমব্রয়ডারি ভিলেজ লিমিটেড, লাম মিম অ্যাপারেলন্স লিমিটেড, লাম মিম অ্যাসোসিয়েটস লিমিটেড।
আরও পড়ুন: আশুলিয়ায় স্বামী ও স্ত্রীসহ ৪ জনের লাশ উদ্ধার
পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা।
আলিফ ভিলেজ লিমিটেড গ্রুপের আশুলিয়া জোনের ম্যানেজার মো. রেফাই সিদ্দিক বলেন, সকাল থেকেই কারখানায় প্রায় ১ হাজার ৫০০ শ্রমিক কাজ করছিলেন। এর কিছু সময় পর ২০০ থেকে ৩০০ মাস্ক পড়া লোকজন হঠাৎ করে তিনটি কারখানায় একসঙ্গে হামলা করে। কারখানাগুলোর মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় তারা।
তিনি আরও বলেন, দুর্বৃত্তরা কারখানার ডিজিটাল মেশিন, কম্পিউটার, ফায়ার কন্ট্রোল প্যানেল, বিদ্যুতের সাব স্টেশন, মেডিকেল সরঞ্জামাদি, সিসি টিভি, এয়ার কন্ডিশনার, গাছের গার্ডেনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে। এছাড়াও কারখানা থেকে মুল্যবান পোশাক, ল্যাপটপ, মোটরসাইকেল, মেশিন লুটপাট করে বলে জানান রেফাই সিদ্দিক।
কারখানার ডিজিটাল মেশিনগুলো ভেঙে ফেলায় উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ভাঙচুরে বাধা দেওয়ায় কারখানার নিরাপত্তাকর্মীসহ ২০ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
অন্যদিকে হাজিরা বোনাস, টিফিন বিল বাড়ানো, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানা ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।
আরও পড়ুন: সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে আশুলিয়ায় শতাধিক কারখানার কার্যক্রম শুরু
বেতন সমস্যা সমাধান চেষ্টার মধ্যেই শনিবার আশুলিয়ায় ৪৫টি কারখানা বন্ধ
২ মাস আগে
বেতন সমস্যা সমাধান চেষ্টার মধ্যেই শনিবার আশুলিয়ায় ৪৫টি কারখানা বন্ধ
পোশাক কারখানা সচল রাখতে ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও চলমান শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া ও বাইপাইল এলাকার প্রায় ৪৫টি কারখানা শনিবার বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
তবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আগামী রবিবার সব পোশাক কারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছে।
ইউএনবির সঙ্গে আলাপকালে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম শিল্প উৎপাদনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও শিল্প পুলিশের প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, 'আমাদের কারখানাগুলোর নিরাপত্তা দিতে সেনাবাহিনী ও শিল্প পুলিশের ভূমিকার প্রশংসা করি।’
আরও পড়ুন: ঈদের আগেই শ্রমিকদের বেতন দিতে মানবাধিকার কমিশনের আহ্বান
শনিবার সকালে সব পোশাক কারখানা খুলে দেওয়া হলেও বহিরাগত আন্দোলনকারীদের বাধার কারণে সকাল ১০টার মধ্যে ৪৫টি কারখানা আবারও বন্ধ করতে হয়েছে।
বিজিএমইএর পরিচালক শোভন ইসলাম বলেন, শনিবার সারাদেশের অধিকাংশ কারখানা চালু থাকলেও আশুলিয়া এলাকায় বেতন পরিশোধ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে বিজিএমইএ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।
রবিবার থেকে পোশাক কারখানাগুলোতে উৎপাদন পুরোপুরি শুরু হবে এবং অস্থিরতা ধীরে ধীরে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজিএমইএ সেনাবাহিনী, শিল্প পুলিশ, গোয়েন্দা সংস্থা, কারখানা মালিক এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে একটি সমন্বয় সেল প্রতিষ্ঠা করেছে। এলাকাভিত্তিক এই সেটআপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নিরাপত্তাহীনতা বা অস্থিরতার যেকোনো ঘটনা দ্রুত মোকাবিলা করা যায়, যা কারখানার কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করে।
আরও পড়ুন: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
পোশাকখাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সম্পন্ন: বিজিএমইএ
২ মাস আগে
আশুলিয়ায় স্বামী ও স্ত্রীসহ ৪ জনের লাশ উদ্ধার
সাভার আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে স্বামী ও স্ত্রীসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ মে) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন ও আশুলিয়া ইউনিয়ন থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-পটুয়াখালী জেলা সদরের কুড়ি পাইকা গ্রামের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে রুহুল আমিন, তার স্ত্রী বরগুনা জেলার আমতলী থানার দক্ষিণ আওগাঁ গ্রামের মো. সোবাহান মৃধার মেয়ে মোছা. মনি বেগম, নাটোর জেলা সদর থানার পিরজিপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে নাজমুল হাসান।
আরও পড়ুন: নাটোরে আদিবাসী স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
অপর একজন পটুয়াখালী সদরের বড় অলিপুর গ্রামের মোতালেব সরকারের মেয়ে নাসরিন বেগম। তিনি স্বামী রাসেল আহমেদের সঙ্গে আশুলিয়ার কুমকুমারিতে বসবাস করতেন। নাজমুল হাসান আলিফ পরিবহনের চালক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকার ফজলুল করিমের বাড়ি থেকে সোমবার বিকাল ৪টার দিকে রুহুল আমিন ও তার স্ত্রী মনি আক্তারের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা করেছে স্বামী।
এদিকে একই ইউনিয়নের ইউনিক বাসস্ট্যান্ড এলাকা থেকে নাজমুল হোসের লাশ উদ্ধার করা হয়। তিনিও পারিবারিক কলেহের জেরে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
এছাড়া আশুলিয়া ইউনিয়নের আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে অপর একজনের লাশ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, সোমবার আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বাগেরহাটে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
হেলিকপ্টার বিধ্বস্ত: ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীর লাশ উদ্ধার
৬ মাস আগে
গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ: আশুলিয়া, সাভার ও ধামরাইয়ের ১৩০ কারখানা বন্ধ
শ্রমিকদের আন্দোলনের কারণে আশুলিয়া, সাভার ও ধামরাইয়ের ১৩০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) কারখানাগুলোর প্রবেশপথে বন্ধের নোটিশ দেখা গেছে।
সাভার শিল্প পুলিশ সুপার মো. সারওয়ার আলম জানান, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রোজ ড্রেসস লিমিটেড, অনন্ত গার্মেন্টস লিমিটেড, পাইওনিয়ার লিমিটেড, এআর জিন্স প্রোডিউসার লিমিটেড, আগমী অ্যাপারেলস লিমিটেড, ক্রসওয়্যার লিমিটেড, সাইন অ্যাপারেলস লিমিটেড, টেক্সটওন লিমিটেড, অর্নেট নিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
গত ৭ নভেম্বর পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে সরকার।
আরও পড়ুন: সাভারে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১০
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ২০,৪০০ টাকা দাবি, মালিকদের ১০,৪০০ টাকা প্রস্তাব
১ বছর আগে
সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আহত ৫
সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে সোমবার অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে আশুলিয়ার গৌরীপুর ও কুমকুমারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় শতাধিক দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে ইউএনবির সাভার প্রতিনিধি জানিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।
আরও পড়ুন: বাসের সিট নিয়ে স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত
আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য হোসেন আলী বলেন যে গৌরীপুরের বটতলা এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার সূত্রপাত হয়।
তিনি ইউএনবিকে আরও বলেন, ‘পরে রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ক্যাম্পাসে গিয়ে বিষয়টি অন্য শিক্ষার্থীদের অবহিত করেন। শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে গৌরীপুর ও কুমকুমারী এলাকায় শতাধিক দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।’
যে শিক্ষার্থীর মোটরসাইকেল দুর্ঘটনায় জড়িত ছিল তার পরিচয় এখনও জানা যায়নি।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীতে ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
১ বছর আগে
আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর গোলাম নবী হাফিজিয়া মাদরাসার পাশে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
আরও পড়ুন: আবাসিক হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, রাস্তা দিয়ে অফিসে যাওয়ার সময় মানুষজন লাশটি দেখে চিৎকার করলে আশেপাশে লোকজন জড়ো হয়। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক রাজু মন্ডল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: দিনাজপুর শহরে দম্পতির লাশ উদ্ধার
নড়াইলের নবগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার
১ বছর আগে