সাভার আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে স্বামী ও স্ত্রীসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ মে) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন ও আশুলিয়া ইউনিয়ন থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-পটুয়াখালী জেলা সদরের কুড়ি পাইকা গ্রামের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে রুহুল আমিন, তার স্ত্রী বরগুনা জেলার আমতলী থানার দক্ষিণ আওগাঁ গ্রামের মো. সোবাহান মৃধার মেয়ে মোছা. মনি বেগম, নাটোর জেলা সদর থানার পিরজিপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে নাজমুল হাসান।
আরও পড়ুন: নাটোরে আদিবাসী স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
অপর একজন পটুয়াখালী সদরের বড় অলিপুর গ্রামের মোতালেব সরকারের মেয়ে নাসরিন বেগম। তিনি স্বামী রাসেল আহমেদের সঙ্গে আশুলিয়ার কুমকুমারিতে বসবাস করতেন। নাজমুল হাসান আলিফ পরিবহনের চালক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকার ফজলুল করিমের বাড়ি থেকে সোমবার বিকাল ৪টার দিকে রুহুল আমিন ও তার স্ত্রী মনি আক্তারের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা করেছে স্বামী।
এদিকে একই ইউনিয়নের ইউনিক বাসস্ট্যান্ড এলাকা থেকে নাজমুল হোসের লাশ উদ্ধার করা হয়। তিনিও পারিবারিক কলেহের জেরে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
এছাড়া আশুলিয়া ইউনিয়নের আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে অপর একজনের লাশ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, সোমবার আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বাগেরহাটে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
হেলিকপ্টার বিধ্বস্ত: ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীর লাশ উদ্ধার