অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯ টার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-রেফাতুল হক অভি (৩৬) ও নাহিদ আলী (৩০)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
তিনি জানান, মাগুরায় দু’টি সড়কে পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।
এদের মধ্যে মাগুরা-যশোর সড়কে আড়পাড়া ব্রাক অফিসের সামনে শুক্রবার রাত ৯ টার সময় রেফাতুল হক অভি (৩৬) নামের এক ব্যাবসায়ী মোটরসাইকেলে যশোর যাওয়ার সময় বাসের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
ফলে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে মাগুরা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক রেফাতুল হক অভিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করলে সে ঢাকা যাওয়ার পথে মারা যান।
অপর দিকে শালিখা উপজেলার বাকলবাড়িয়া নামক স্থানে শুক্রবার দুপুরে গরুবাহী ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
ফলে ট্রলি চালক ঘটনাস্থলে নাহিদ আলী (৩০) নিহত ও অপর একজন আহত হয়েছেন।
নিহতের বাড়ী মাগুরা সদর উপজেলার মঘি গ্রামে। এ ব্যাপারে শালিখা থানায় পৃথক মামলা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৮
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
১ বছর আগে