বৈদ্যুতিক
খুলনায় সাইকেল থেকে পড়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
খুলনার ডুমুরিয়ায় সাইকেল থেকে পড়ে মো. রবিউল ইসলাম গাজী নামে এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রবিবার (১২ মে) সকাল ১০টার দিকে তিনি মারা যান। তিনি ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর হেকমত আলী গাজী ছেলে।
আরও পড়ুন: আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৩ শতাধিক: জাতিসংঘ
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যুতের কাজ করার জন্য তিনি বাড়ি থেকে সাইকেলযোগে চুকনগর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি জনৈক শেখ আবদুস সামাদের মাছের ঘেরের কাছে পৌঁছালে প্রচণ্ড বাতাসে সাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে পড়েন। এ ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত পেলে নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা সাইকেল থেকে পড়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় শিক্ষাসফরের বাস দুর্ঘটনায় নিহত ১১
যশোরে ফুটবল খেলা নিয়ে গোলযোগ, ছুরিকাঘাতে যুবক নিহত
৭ মাস আগে
চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক পিলারে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত, আহত ২
চুয়াডাঙ্গার জীবননগরে মাতাল অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উথলী-বেগমপুর সড়কের ছোটপুল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুমিল্লায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের বোতলে মদ উদ্ধার করা হয়।
নিহত মোটরসাইকেলচালকের নাম সেলিম উদ্দিন। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
আহতরা হলেন- একই গ্রামের ইসলামের ছেলে রুবেল হোসেন এবং নজরুল ইসলামের ছেলে স্বপন হোসেন।
স্থানীয়রা জানান, নেশাগ্রস্ত অবস্থায় তিন যুবক দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছোটপুল ব্রিজ এলাকায় সড়কের পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেলের তিন যুবক সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আঘাত পান। পথচারীরা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পালসার মোটরসাইকেল ও দুই বোতল বাংলা মদ জব্দ করে।
আরও পড়ুন: জোরপূর্বক বাস্তুচ্যুতদের স্থায়ী সমাধানে শক্তিশালী অংশীদারিত্ব চায় ইউএনএইচসিআর-এনজিও
ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, আক্রান্ত ২১২৯
১ বছর আগে
বৈদ্যুতিক ও যান্ত্রিক সিস্টেমের ওপর চলে মেট্রোরেল, বাস্তবায়নে এল অ্যান্ড টি
রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও অংশে অত্যাধুনিক বৈদ্যুতিক ও যান্ত্রিক(ই অ্যান্ড এম) মেট্রোরেলের বাণিজ্যিক কার্যক্রম সফলভাবে শুরু হয়েছে। এটি ঢাকা মেট্রোরেলের লাইন-৬। সিস্টেমটি বাস্তবায়ন করেছে রেলওয়ে পরিবহন অবকাঠামো ব্যবসায়ী লারসেন অ্যান্ড টুব্রো কন্সট্রাকশন।
মেট্রো জগতে, সামগ্রিক সিস্টেম ইন্টিগ্রেশনসহ ইন্টিগ্রেটেড ইএন্ডএম সিস্টেমের কাজগুলো সফলভাবে সম্পন্ন করেছে ভারতীয় বহুজাতিক সংস্থা, লারসেন অ্যান্ড টুব্রো যা এল অ্যান্ড টি নামে পরিচিত।
এই মাইলফলক অর্জনের পর ঢাকা মেট্রো লাইন-৬ এর ফেজ-১ (১১ দশমিক চার কি.মি.) এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ডিসেম্বর এটির উদ্বো্ধন করেন।
আরও পড়ুন: নিউ ইয়ার উদযাপনের ফানুস বৈদ্যুতিক তারে, ২ ঘণ্টা পর মেট্রোরেলে চালু
১ বছর আগে