হ্যান্ডকাপ
সীতাকুণ্ডে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার, হ্যান্ডকাপ ও ওয়াকিটকি উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিবি পুলিশ পরিচয়ে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে আবদুল করিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আবদুল করিম বগুড়ার মহিষবাতান গ্রামের রাজা মিয়ার ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ডিবি পুলিশ আটক
জানা যায়, হাতে ওয়াকিটকি নিয়ে এবং নিজেকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক পরিচয় দিয়ে তিনি এক তরুণকে হ্যান্ডকাপ পরিয়ে ধরে নিয়ে যাচ্ছিলেন। তার কথা ও আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়রা বিষয়টি ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিনকে জানায়।
চেয়ারম্যান ওই এলাকায় গ্রাম পুলিশ পাঠালে অভিযুক্ত আবদুল করিম দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে ধরে ইউনিয়ন পরিষদে আটক রেখে থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে তাকে আটক করে।
ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, ‘আটক ভুয়া ডিবি করিম বেশ কিছুদিন ধরে ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে নিরীহ মানুষকে জিম্মি করে টাকা আদায় করতো। সোমবার রাতে সে এক তরুণকে ধরে হাতে হ্যান্ডকাপ লাগিয়ি টাকা দাবি করে। এসময় স্থানীয়রা তার পরিচয়পত্র দেখতে চাইলে সে দেখাতে পারেনি। এরপর সন্দেহ হলে তাকে আটক করে পরিষদে নিয়ে আসি। এরপর সে স্বীকার করে যে সে একজন ভুয়া ডিবি পুলিশ।’
সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক জানান, পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাতেই তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ডিবি পুলিশ আটক
সাভারে ২ ভুয়া ডিবি সদস্য গ্রেপ্তার
১ বছর আগে
নাটোরে বিল থেকে হ্যান্ডকাপ লাগানো যুবকের লাশ উদ্ধার
নাটোরের বড়াইগ্রামে একটি বিল থেকে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাঝগাঁও এলাকার বোয়ালমারি বিলের একটি জমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এখন পর্যন্ত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও এলাকার বোয়ালমারি বিলের একটি জমিতে লাশটি দেখতে পেয়ে স্থানীয় কৃষকরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
ঘটনা তদন্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: দিনাজপুর শহরে দম্পতির লাশ উদ্ধার
যুক্তরাষ্ট্রে বন্ধ বাড়ি থেকে ৫ শিশুসহ ৮জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
২ বছর আগে