চৌধুরী আবদুল্লাহ আল মামুন
মানসিক সুস্থতার সনদ পাওয়ায় কনস্টেবল কাওসারকে দায়িত্বে পুনর্বহাল করা হয়েছিল: আইজিপি
রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালনকালে সহকর্মীকে গুলি করে হত্যায় অভিযুক্ত কনস্টেবল কাওসার আলী মানসিকভাবে অসুস্থ থাকলেও সংশ্লিষ্ট চিকিৎসকের দেওয়া সুস্থতার সনদ দেখিয়ে কাজে ফিরেছিলেন।
মঙ্গলবার (১১ জুন) রাজারবাগ পুলিশ লাইনে হাইওয়ে পুলিশের বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আইজিপি বলেন, কাওসারকে ফিট ঘোষণার পর তার দায়িত্বে পুনর্বহাল করা হয়।
আরও পড়ুন: বারিধারায় কনস্টেবল হত্যা: সাত দিনের রিমান্ডে কাওসার
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে পুলিশের মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন তিনি।
আরও পড়ুন: বারিধারায় গুলিবর্ষণ: পুলিশ কনস্টেবলদের মধ্যে কোনো পূর্বশত্রুতা ছিল না: ডিএমপির অতিরিক্ত কমিশনার
৬ মাস আগে
কেউ আইনশৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে কোনো অপচেষ্টা কঠোর হাতে মোকাবিলা করা হবে।
শনিবার (১৯ আগস্ট) বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা ভঙ্গের যেকোনো চেষ্টা দমনের প্রতিশ্রুতি দিলেন আইজিপি
আইজিপি বলেন, ‘আমরা লক্ষ্য করছি স্বাধীনতাবিরোধীরা আবারও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা করছে। যদি কেউ এটি করার চেষ্টা করে, তবে পুলিশ অতীতের মতোই তাদের দায়িত্ব পালন করবে।’
তিনি আরও বলেন, পুলিশ তাদের শক্তি ও সামর্থ্য দিয়ে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত আইজি কামরুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বক্তব্য রাখেন।
আরও পড়ুন: নির্বাচনে বাংলাদেশ পুলিশ ইসির অধীনে কাজ করবে: আইজিপি
সকলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ: আইজিপি
১ বছর আগে
প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা তদন্ত করে দেখছে কোনো নাশকতা আছে কি না।
শনিবার বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতি আয়োজিত হতদরিদ্রদের মধ্যে ইফতার ও অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগের প্রশংসা করে আইজিপি অগ্নিকাণ্ডের কারণে চাকরি হারানো বেকার শ্রমিকদের প্রতি সাহায্যের হাত বাড়াতে সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
আরও পড়ুন: পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই: আইজিপি
আইন মেনেই পুলিশ বিএনপির ৫৩ সদস্যকে গ্রেপ্তার করেছে: আইজিপি
১ বছর আগে
বিশ্ব ইজতেমায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: আইজিপি
বিশ্ব ইজতেমা নিরাপদে ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবার সঙ্গে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা একযোগে কাজ করছি।
আরও পড়ুন: বড়দিনকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: আইজিপি
বুধবার (১১ জানুয়ারি) গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিদেশি মেহমানদের আবাসস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
এছাড়া পরিদর্শনকালে বিশ্ব ইজতেমার ‘নিরাপত্তা পরিকল্পনা’ পুস্তকের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ও তাবলীগের মুসল্লিরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৫ জানুয়ারি।
ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: আইজিপি আবদুল্লাহ আল-মামুনের মেয়াদ বাড়ল দেড় বছর
উন্নত সেবা দিতে থানাগুলোকে 'সার্ভিস ডেলিভারি সেন্টার' বিবেচনা করুন: আইজিপি
১ বছর আগে