পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে কোনো অপচেষ্টা কঠোর হাতে মোকাবিলা করা হবে।
শনিবার (১৯ আগস্ট) বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা ভঙ্গের যেকোনো চেষ্টা দমনের প্রতিশ্রুতি দিলেন আইজিপি
আইজিপি বলেন, ‘আমরা লক্ষ্য করছি স্বাধীনতাবিরোধীরা আবারও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা করছে। যদি কেউ এটি করার চেষ্টা করে, তবে পুলিশ অতীতের মতোই তাদের দায়িত্ব পালন করবে।’
তিনি আরও বলেন, পুলিশ তাদের শক্তি ও সামর্থ্য দিয়ে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত আইজি কামরুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বক্তব্য রাখেন।
আরও পড়ুন: নির্বাচনে বাংলাদেশ পুলিশ ইসির অধীনে কাজ করবে: আইজিপি