গুরুতর অসুস্থ
গুরুতর অসুস্থতা নিয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া: ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, যেখানে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের নেত্রী (খালেদা জিয়া) আবারও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে রাত ৩টায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তিনি এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।’
মঙ্গলবার রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে দূরে রাখতে 'মিথ্যা' মামলায় কারারুদ্ধ করেছে, কারণ তিনি মুক্ত থাকলে তারা কোনো নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে পারবে না।
আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে খালেদার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে
তিনি বলেন, আওয়ামী লীগও ভালো করেই জানে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তারা ১০টি আসনও পাবে না।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বর্তমান সরকারের সকল অন্যায়ের জবাব দিতে দেশের জনগণ, সকল গণতান্ত্রিক দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সোমবার দিবাগত রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপার্সনকে।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আপস নয়: ফখরুল
গভীর রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
১ বছর আগে
ঢামেকে ৭০ বছর বয়সী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭০ বছর বয়সী এক আসামির মৃত্যু হয়েছে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দী মানিক মিয়া গুরুতর অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী ইসমাইল জানান, টাঙ্গাইলের মির্জাপুরের ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের অবস্থার অবনতি হওয়ায় তাকে আজ (বুধবার) ঢামেক হাসপাতালে রেফার করা হয়।
রাত ৮টা ৫ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মানিককে মৃত ঘোষণা করা হয় বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
আরও পড়ুন: কুমিল্লায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ফেনীতে ১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
১ বছর আগে