গ্লোবাল সাউথ সামিট
ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থার জন্য সম্মিলিত কাজ করুন: গ্লোবাল সাউথ সামিটে প্রধানমন্ত্রী
কোভিড-১৯ মহামারি এবং নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বে বিপর্যয় সৃষ্টি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে ‘ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট-২০২৩’-এর উদ্বোধনী নেতাদের অধিবেশনে বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব অর্থনীতিকে বিবেচনায় রেখে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থার জন্য সম্মিলিতভাবে কাজ করার সময় এসেছে।’
ভারত গ্লোবাল সাউথের দেশগুলোকে তাদের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারগুলোকে একটি সাধারণ প্ল্যাটফর্ম ভাগাভাগি করে নেয়ার লক্ষে একত্রিত করতে ‘ইউনিটি অব ভয়েস, ইউনিটি অব পারপাস’ শীর্ষক দুই দিনের ভার্চুয়াল এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে।
প্রায় ১২০টি দেশকে এই ভার্চুয়াল সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দুইদিনের এই আয়োজনের ফলাফল ভারতীয়দের জি২০’র সভাপতিত্বকে প্রভাবিত করবে।
শেখ হাসিনা বলেন, ‘সাউথ গ্লোবালের একটি দেশ হিসেবে বাংলাদেশ ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’- এই ধারণার অধীনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার জন্য জি২০-এর সভাপতি হিসেবে ভারতের দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানায়।’
আরও পড়ুন: আ. লীগ জনগণের দল, কোনো শক্তি একে ক্ষমতা থেকে সরাতে পারবে না: প্রধানমন্ত্রী
১ বছর আগে