হকি
ওমানকে ৭-৬ গোলে হারিয়ে দ্বিতীয় জুনিয়র এএইচএফ কাপ জিতল বাংলাদেশ
ওমানকে ৭-৬ গোলে হারিয়ে দ্বিতীয় অনূর্ধ্ব-২১ পুরুষ জুনিয়র এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ শিরোপা জিতেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার ওমানের মাস্কাটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে নির্ধারিত ৬০ মিনিটে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
এরপর পেনাল্টি শ্যুটআউটে জয় পায় বাংলাদেশ।
এই ম্যাচে আল-নৌফালি আলখোদার প্রথম মিনিটে স্বাগতিক ওমানকে এগিয়ে দেন (১-০) এবং মোহাম্মদ হাসান ৫২তম মিনিটে (১-১) মাঠের গোলে বাংলাদেশের পক্ষে সমতা ফিরিয়ে আনেন।
পেনাল্টি শুটআউটে বাংলাদেশের পক্ষে মোহাম্মদ রহমান, মোহাম্মদ উদ্দিন ও মোহাম্মদ জয় দু’টি করে গোল করেন এবং অপর গোলটি করেন মোহাম্মদ হাসান।
ওমানের হয়ে দু’টি করে গোল করেন মন্দিত আইমান, বারজাহান আসামা ও আল নওফালি আলিয়াস।
অপরাজিত থেকে আট জাতির এএইচএফ কাপের মুকুট জিতল বাংলাদেশ। আট বছর আগে ঢাকায় ২০১৪ সালের ফাইনালে ওমানকে ৪-০ গোলে হারিয়ে তারা টুর্নামেন্টে প্রথম শিরোপা জিতেছিল।
আরও পড়ুন: বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু
টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট হিসেবে বাংলাদেশ পরবর্তী যুব এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ীরা শুক্রবার সকাল ১০টায় বাড়ি ফিরবে।
থাইল্যান্ড টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে, পেনাল্টি শুটআউটে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে একই ভেন্যুতে আজ নির্ধারিত সময়ে দুই দল আলাদা হতে পারেনি। নির্ধারিত ৬০ মিনিটে ২-২ গোলে ড্র হয়।
এর আগে প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।
বুধবার রাতে একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে স্বাগতিক ওমান।
এর আগে হংকংকে ৪-০, শ্রীলঙ্কা ১৪-০ এবং উজবেকিস্তানকে ৬-১ গোলে হারিয়ে টানা তিনটি ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পুল বি-তে শীর্ষে ছিল বাংলাদেশ।
চাইনিজ তাইপেকে ৯-১, থাইল্যান্ডকে ৭-১ এবং ইন্দোনেশিয়াকে ৮-০ গোলে হারিয়ে অপরাজিত রান নিয়ে পুল এ-তেও শীর্ষস্থান দখল করেছে ওমান।
আরও পড়ুন: শেখ রাসেল যুব র্যাপিড দাবা শুক্রবার থেকে শুরু
১ বছর আগে