৫ দিন পর
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৫ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর পাঁচ বছর বয়সি লাবণ্য আকতার নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামের একটি আঁখের খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে এক পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
এর আগে শনিবার (২৩ নভেম্বর) নিখোঁজ হয় লাবণ্য আকতার।
লাবণ্য কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়ার বেলাল হোসেনের মেয়ে। কোষামন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল সে।
পুলিশ জানায়, এ ঘটনায় লাবণ্যের বাবা বেলাল বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনার রহস্য উদ্ধারে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঝালকাঠিতে হাসপাতালের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার
৩ সপ্তাহ আগে
নিখোঁজের ৫ দিন পর মাটির নিচ থেকে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর ফেরদৌস আলী (১৮) নামে এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের রংপুর-নগরবাড়ি মহাসড়কের তালগাছী এলাকায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আখাউড়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
মৃত ফেরদৌস গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আরকে টেক্সটাইল মিলের নিরাপত্তাপ্রহরী।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় আরকে টেক্সটাইল মিলে যান ফেরদৌস। এরপর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন মিলে প্নেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অনুসন্ধান করতে থাকে। এক পর্যায়ে ওই কারখানাতে তার খোঁজ করে বুধবার দুপুরে মাটির নিচে চাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় নৌকা প্রার্থীর সমর্থকের লাশ উদ্ধার
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে সংঘবদ্ধ চোরেরদল কারখানায় চুরি করতে এসেছিল এসময় বাঁধা দিলে ফেরদৌসকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার জন্য মাটিতে পুঁতে রেখে পালিয়ে গেছে চোরচক্র।
তিনি জানান, তবে চোরচক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ধানখেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
১১ মাস আগে
মেঘনায় নিখোঁজের ৫ দিন পর জেলের লাশ উদ্ধার
নিখোঁজের পাঁচ দিন পর চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা এলাকায় মেঘনা নদী থেকে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর থেকে লাশটি উদ্ধার করে নৌ থানা পুলিশ।
আরও পড়ুন: যশোরে সেপটিক ট্যাংক থেকে তরুণীর লাশ উদ্ধার, যুবক গ্রেপ্তার
নিখোঁজের পর নিহত মুকবুল বেপারী পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার সখিুপুর থানার তারাবুনিয়া গ্রামের কাসেম বেপারির ছেলে। তিনি পেশায় একজন জেলে।
স্থানীয়রা জানায়, বিকালে পুরান বাজার হরিসভা মন্দির এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়া হয়। লাশটি গলিত অবস্থায় ছিল।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মুকবুল বেপারী গত ৫ ফেব্রুয়ারি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: মাগুরায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাঙ্গামাটিতে আগর বাগান থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
১ বছর আগে
খুলনায় পাওনা টাকা চাইতে গিয়ে নিঁখোজ: ৫ দিন পর ফাতেমার লাশ উদ্ধার
খুলনায় পাওনা টাকা চাইতে গিয়ে নিঁখোজের পাঁচদিন পর ফাতেমা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে নগরীর লবণচরা এলাকায় রূপসা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত ৭ জানুয়ারি দুপুরে পাওনা চার হাজার টাকা আনতে এনজিও কর্মী তহমিনার বাসায় যান ফাতেমা বেগম। এরপর থেকে আর তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। অবশেষে খুলনার বটিয়াঘাটার পুটিমারী বাজার সংলগ্ন নদীতে ভাসমান তার সন্ধান পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: পাবনায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
ফাতেমা হত্যাকাণ্ডের বিবরণ জানিয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) নিমাই চন্দ্র কুণ্ডু বলেন, নবলোক এনজিওর কর্মী তহমিনা। ৪০ হাজার টাকা এনজিও থেকে লোন করিয়ে দেবে বলে ভিকটিমের কাছ থেকে চার হাজার টাকা নেয়। কিন্তু এনজিও থেকে লোনের টাকা পাস না হওয়ায় ফাতেমা বেগমের সঙ্গে নয়ছয় করতে থাকে সে।
তিনি জানান, গত ৭ জানুয়ারি দুপুরে খাবার শেষ করে ফাতেমা বেগম পাওনার চার হাজার টাকা ফেরত আনতে নগরীর দারোগা পাড়ায় তহমিনার বাসায় যান। এ সময়ে টাকা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তহমিনা পাশে থাকা ইট দিয়ে ফাতেমার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময়ে তহমিনা ভয়ে ঘুমন্ত স্বামী ফারুখকে ডেকে তোলে। লাশ কী করা হবে এ নিয়ে তারা ভাবতে থাকতে। একসময়ে ঘরের মধ্য থেকে প্লাস্টিকে বস্তা এনে ফাতেমা বেগমের লাশ পেচিয়ে পুটিমারী নদীতে ফেলে দেয়।
ওসি আরও জানান, ফাতেমা বেগমের সন্ধানে এনজিও কর্মী তহমিনাদের বাড়ির আশপাশের বাড়ির কয়েকটি সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তাদের থানায় তলব করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা উভয় ফাতেমা বেগমকে হত্যার বিষয়টি স্বীকার করে।
তিনি বলেন, তাদের স্বীকারোক্তি মোতাবেক সকলে নদীতে স্থানীয় ডুবরি নামানো হয়। কিন্তু তার লাশ পাওয়া যায়নি। বিকালে স্থানীয়রা মহিলার লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে ফাতেমা বেগমের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে নিজেদের দায় স্বীকার করে তহমিনা দম্পত্তি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠান আদালত।
আরও পড়ুন: মাগুরায় নিজের বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার
উল্লাপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
১ বছর আগে