আটক ৪
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
সাতক্ষীরার কাকডাংগা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ নারীসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর দিকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ গুলি জব্দ, আটক ১
আটকরা হলেন- বরিশাল চরগোপালপুরের সাইফুল মুন্সি (৩৫), তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোণা জেলার সর্বদিঘীয়া গ্রামের লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের পাপিয়া খাতুন (২৪)।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল আলম বলেন, কাকডাংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
এসময় ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা পালিয়ে যায়। আটকদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবর্তনে দুই মন্ত্রণালয় কাজ করছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
৩ সপ্তাহ আগে
মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ৪
মাগুরার শ্রীপুর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে উপজেলায় গয়েশপুর ইউনিয়নের ছাবিনগর গ্রামে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন- জাহিদ, এরশাদ, জানু, আবেদ আলী, নাছির, জিল্লু, মাহাবুল, আনোয়ার, অনিক, ঠান্ডু, রোকনুজ্জামান, আশরাফ, জাহাঙ্গীর, দেলবার মন্ডল ও সিরাজসহ অন্তত ২০ জন গ্রামবাসী।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে যুবকের মৃত্যু
আটকরা হলেন- সোহাগ মন্ডল, আতর আলী, মোমিন, আবেদ আলী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছাবিনগর মাঠে স্থানীয় বাসিন্দা আলমগীরের সঙ্গে আরেক বাসিন্দা হারুনের স্যালোমেশিন কেন্দ্রিক বাকবিতণ্ডা হয়। এরপর আলমগীরের ছেলে রিফাত লোকজন নিয়ে হারুন বিশ্বাসের বাড়ি-ঘরে হামলা করে। এরপরই হান্নান মেম্বারের নেতৃত্বে লোকবল নিয়ে প্রতিপক্ষের লোকজনদের বাড়িঘরে ভাঙচুর করে। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমীম আলম বলেন, সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ২০ জন গ্রামবাসী মারাত্মক আহত হয় এবং বেশ কয়েকটি বাড়িঘর ব্যাপক ভাঙচুর করা হয়েছে।
তিনি আরও বলেন, আহতদের মাগুরা সদর হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় এবং ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাটের সম্ভাবনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: হবিগঞ্জে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন আহত
৫ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৪
ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার বিরাসার গ্রামে এই ঘটনা ঘটে।
এ সময় ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: ভোলায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ২০
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে চারজনকে জনকে আটক করে।
জানা যায়, জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বিরাসার গ্রামের বড় গোষ্ঠীর আলামিন একই গ্রামের মিজান আনসারি গোষ্ঠীর মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করে।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে, এর জেরে শনিবার সকাল থেকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষ সংঘর্ষে জড়িয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
৭ মাস আগে
ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০টি স্বর্ণের বার ও ছয়টি পেস্ট করা স্বর্ণের ডিমসহ ৩৪ কেজি স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুবাই ফেরত চার যাত্রীকে আটক করা হয়েছে।
এদের মধ্যে দুইজন দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার যাত্রী ও দুইজন সিলেটের। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
আরও পড়ুন: বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৪
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এ চালান জব্দ করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দার সমন্বিত অভিযানে এই চালান জব্দ করা হয়।
বিমানবন্দরে দায়িত্বরত গোয়েন্দা সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা ৫৭ মিনিটে দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইট থেকে বিপুল এ স্বর্ণের চালানটি জব্দ করেন দায়িত্বে থাকা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা।
অভিযানকালে যাত্রীর সিটের নিচ থেকে ১০ ইঞ্চি মাপের বড় স্কেল আদলের চারটি স্বর্ণের বার পাওয়া যায়। একেকটা স্কেলের ওজন আড়াই কেজির উপরে। এছাড়া বাকি স্বর্ণ বিমানের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে ছিল।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজেদুল করিম জানান, জব্দ করা স্বর্ণের মধ্যে ২৮০টি সোনার বার রয়েছে। যার ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম। এছাড়া ছয়টি পেস্ট করা স্বর্ণের ডিম জব্দ করা হয়েছে। যার ওজন ১ কেজি ৫৯১ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।
তিনি আরও জানান, বিমানের ৩২জে এবং ২১ এবিসি সিটের নিচ ও ওয়াশরুম থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেড় কেজি স্বর্ণ জব্দ, যুবক আটক
পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৩.৫১ কোটি টাকার স্বর্ণ জব্দ
১০ মাস আগে
বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৪
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৬ কেজি ৯৫৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। এসময় চারজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) ও ঢাকা কাস্টমস হাউজ।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।
আরও পড়ুন: সাভারে ৩ স্বর্ণের দোকান থেকে ৮০ তোলা স্বর্ণ লুট
আটকেরা হলেন- আলী হোসেন, জসিম উদ্দিন, লিটু মিয়া ও জুম্মন খান।
আলী হোসেন শনিবার ভোর ৫টায় দুবাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছান।
বাকি তিনজন ছয় ঘণ্টা আগে শুক্রবার রাত ১১টায় অন্য একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছান।
জিয়াউল হক জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই'র বরাত দিয়ে বলেন, অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেস্ট আকারে স্বর্ণ, বিস্কুট ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে।
তিনি বলেন, বিমানবন্দরে এপিবিএন, এনএসআই ও কাস্টমস যৌথ অভিযান পরিচালনা করে। বিমানবন্দরে সন্দেহজনক গতিবিধির কারণে তারা যাত্রীদের চ্যালেঞ্জ করেছিল।
পরে তাদের উত্তরার হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করার জন্য পাঠানো হয় এবং তাদের মলদ্বারে স্বর্ণের বার পাওয়া যায়।
পরে তাদের কাছ থেকে প্রায় সাত কোটি টাকা মূল্যের সব স্বর্ণ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
চুয়াডাঙ্গায় ৯৬টি স্বর্ণের বার জব্দ, আটক ১
১০ মাস আগে
চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪
চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজ এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ এবং দুই নারীসহ চারজনকে আটকের দাবি করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে আসা মারছা পরিবহনের বাস নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন (নতুন ব্রিজ) মইজ্জ্যার টেক চেক পোস্টে পৌঁছালে তাতে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।
আরও পড়ুন: যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি
আটক চারজন হলেন- অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তার স্ত্রী জুলি ধর (৩৫) ও পরিতোষ ধর (৩৮)। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার সাধনপুরে বলে পুলিশ জানায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম নগরী মইজ্জ্যার টেক এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ করেছে। কক্সবাজার থেকে আসা একটি বাসে এ স্বর্ণ মিলেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ডাকাতির পর পালানোর সময় পিকআপচাপায় পথচারী নিহত, স্বর্ণ ব্যবসায়ীসহ আহত ৩
শাহ আমানত বিমানবন্দরে ৬৩.১৭ লাখ টাকার স্বর্ণ জব্দ
১ বছর আগে
সিলেটে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জুন) সকালে হাসপাতাল এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। এছাড়া আরও এক নির্মাণ শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত শ্রমিক নয়ন মিয়া (২০)। তার বাড়ি বিশ্বনাথ উপজেলায়।
আটক চারজন হলো, দিনাজপুরের রুবেল, কুড়িগ্রামের আমিনুল ইসলাম, আয়নাল ও সাবান আলী। তারা সকলেই ওসমানী হাসপাতালের নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল এন্ড কোং-এ কর্মরত এবং মালিকপক্ষের আত্মীয় বলে জানা গেছে।
আরও পড়ুন: সাজেকে ডায়রিয়ায় নারীর মৃত্যু, মুমূর্ষু আরও অর্ধশতাধিক
জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা শ্রমিকদের থাকার রুমে হাত পা বেঁধে প্রায় ২ ঘন্টাব্যাপী পেটায় দুই নির্মাণ শ্রমিককে। এক পর্যায়ে নয়ন নামের নির্মাণ শ্রমিক অজ্ঞান হয়ে পড়লে কর্মকর্তারা তাকে ফেলে রেখে চলে যায়। পরে অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মূল অভিযুক্তসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক ফজলুল হক জানান, অর্থসংকটের কথা বলে গতকাল বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন বহুতল ভবনে শ্রমিকের কাজ নিয়েছিলেন বিশ্বনাথের যুবক নয়ন।
শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে নির্মাণ শ্রমিক নয়ন ও আইয়ুব আলীকে এক লাখ ৩৭ হাজার টাকা ও চারটি মোবাইল চুরির অভিযোগে একটি রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের হাত পা বেঁধে লাঠিসোঁটা ও রড দিয়ে নির্মম নির্যাতন চালান ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মরত ঠিকাদার ও ম্যানেজারের লোকজন।
নির্যাতনকালে নয়ন চিৎকার করে পানি খাওয়ার অনুরোধ জানালে তাকে প্রস্রাব খাওয়ানো হবে বলা হয়। দীর্ঘ প্রায় ২ ঘন্টা চলে নির্যাতন।
একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় নয়নকে ফেলে রেখে ঠিকাদার ও ম্যানেজারের লোকজন চলে যায়। পরে কাল সোয়া ৯টার দিকে নয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অন্যান্য শ্রমিকের দেওয়া তথ্যমতে পরবর্তীতে আইয়ুব আলী নামে আরও এক শ্রমিককে পুলিশ হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, শ্রমিক হত্যার ঘটনায় এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত চুরির কোন নিদর্শন পাওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না।
এদিকে, অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল এন্ড কোং এর বিরুদ্ধে রয়েছে শ্রমিক নির্যাতনসহ আরও নানা অভিযোগ। একাধিক নির্মাণ শ্রমিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নির্যাতন ও নিয়মিত মজুরি না দেওয়ার অভিযোগ করেন।
এছাড়া গেল ৩ জুন ওই প্রতিষ্ঠানের গাফিলতিতে লোহার পাইপ পড়ে মারা যান দেলোয়ার হোসেন নামের এক সেনাসদস্য। ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামির তালিকায় রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. জামাল উদ্দিন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪
১ বছর আগে
বাগেরহাটে ‘ডাকাত’ দলের সর্দারসহ আটক ৪
বাগেরহাটের কচুয়ায় বসত বাড়ির গ্রিল কেটে দুর্ধ্বষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ চার সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আরও পড়ুন: ইউএনও’র ওপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪
আটকেরা হলো- আন্তঃজেলা ডাকাত দলের সর্দার খুলনার সোনাডাঙ্গা থানার বানরগাথী এলাকার শহিদ গাজীর ছেলে কামাল গাজী (৩৫), একই জেলার রূপসা এলাকার মালেক গাজীর ছেলে আব্দুল্লাহ ওরফে আলিফ গাজী (২৫), ঢাকার খিঁলগাও এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল (২৬) এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকার অমরী চন্দ্র স্বর্ণকারের ছেলে প্রদীপ কুমার স্বর্ণকার (৪০)।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিস্তল, এক রাউন্ড গুলি, লুণ্ঠিত একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের আংটি এবং ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ। এনিয়ে ওই ডাকাতি মামলায় এ পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার বিকালে বাগেরহাট পুলিশ অফিসে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কে এম আরিফুল হক এই তথ্য জানান।
আরও পড়ুন: উখিয়ায় ১২০ কোটি টাকা মূল্যের ‘আইস’ জব্দ, আটক ৪: র্যাব
১ বছর আগে
ময়মনসিংহের বাবা-ছেলে খুনের ঘটনার মুলহোতাসহ আটক ৪
ময়মনসিংহ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে বাবা ও ছেলে নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার ঢাকার সাভার ও গাজীপুর জেলার জয়দেবপুর থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক
শুক্রবার সকালে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল হাসান খান সংবাদ সম্মেলনে জানান, এর আগে বুধবার বিকালে সদর উপজেলার চুরখাই গ্রামের আবুল খায়ের (৬০) ও তাঁর ছেলে ফরহাদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় গতকাল রাতে নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এছাড়া আসামিদের শুক্রবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: চবির চারুকলায় পুলিশের অভিযান, ছাত্র হোস্টেল থেকে ছাত্রী আটকের দাবি
চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের ফের সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৯
১ বছর আগে
বাগেরহাটে ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন উদ্ধার, আটক ৪
বাগেরহাটের রামপাল কলয়াভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার থানা পুলিশ বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে মেশিন চুরির সঙ্গে জড়িত সন্দেহে চার যুবককে আটক করে পুলিশ।
আরও পড়ুন: ফেনীতে জামায়াতের ১২ নেতাকর্মী আটক
আট ব্যক্তিরা হলেন, পিরোজপুর জেলার নরখালী গ্রামের নূরল আলম শেখের ছেলে রাব্বী ইসলাম ওরফে গোলাম রাব্বী (২৪), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার খাজুড়া গ্রামের শামসুল আলমের ছেলে আব্দুল কারীম (২৭), জেলার রামপাল উপজেলার চিত্রা গ্রামের প্রকাশ চন্দ্র শীলের ছেলে কার্তিক শীল (২৫) এবং একই উপজেলার বর্ণি গ্রামের বাচ্চু শেখের ছেলে বাদশা শেখ (২৩)।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে গত ১৪ জানুয়ারি ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার ওই মেশিনটি চুরির ঘটনা ঘটে। এরপর ১৬ জানুয়ারি বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে চোর চক্রের চার সদস্যকে আটক করে।
এরপর তাদের থানা রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তিমতে ঢাকার ডেমরা এলাকার কোনাবাড়ী থেকে চোর চক্রের এক সদস্যের আত্মীয়ের বাড়ি থেকে ৪৭ লাখ টাকা মূল্যের ওই মেশিনটি উদ্ধার করা হয়। পুলিশি জিজ্ঞাবাবাদে আটক যুবকরা রামপাল কলয়াভিত্তিকি তাপবিদ্যুৎ কেন্দ্রে থেকে মেশিন চুরির কথা স্বীকার করেছে বলে ওসি জানান।
আরও পড়ুন: চবির চারুকলায় পুলিশের অভিযান, ছাত্র হোস্টেল থেকে ছাত্রী আটকের দাবি
ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক
১ বছর আগে