সাতক্ষীরার কাকডাংগা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ নারীসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর দিকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ গুলি জব্দ, আটক ১
আটকরা হলেন- বরিশাল চরগোপালপুরের সাইফুল মুন্সি (৩৫), তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোণা জেলার সর্বদিঘীয়া গ্রামের লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের পাপিয়া খাতুন (২৪)।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল আলম বলেন, কাকডাংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
এসময় ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা পালিয়ে যায়। আটকদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবর্তনে দুই মন্ত্রণালয় কাজ করছে: পররাষ্ট্র মন্ত্রণালয়