৫ কোটি টাকা
রাজশাহীতে ‘৫ কোটি টাকার’ হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ীতে পাঁচ কেজি হেরোইনসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই নারী হলেন— ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম ও মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু।
পুলিশ জানায়, মৌলভীবাজার থেকে হেরোইন নিতে গোদাগাড়ী এসেছিলেন তাহমিনা। নাজমা তার কাছে হেরোইন হস্তান্তর করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোদাগাড়ী থানা পুলিশ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সীমানাপ্রাচীর ধসে ২ শ্রমিক নিহত
জব্দ করা ওই মাদকের মূল্য পাঁচ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এরপর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
৫০ দিন আগে
কলারোয়া সীমান্তে ৫ কোটি টাকার আইস জব্দ
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা।
বুধবার (৩১ জানুয়ারি) ভোরে কলারোয়ার কুটিবাড়ি সীমান্ত এলাকায় এই মাদক জব্দ করা হয়।
তবে কাউকে আটক করা হয়নি।
আরও পড়ুন: মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, কারেন্ট জাল ও জাটকা জব্দ
বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কুটিবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ব্যাগ থেকে এক কেজি আইস জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
এ বিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক।
আরও পড়ুন: বেনাপোলে ২টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
চট্টগ্রাম বিমানবন্দরে ৪টি স্বর্ণের বার জব্দ, আটক ২
৪৫৯ দিন আগে
লক্ষ্মীপুরে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
লক্ষ্মীপুরের রামগতিতে ১৬টি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জালগুলোর বাজারমূল্য প্রায় পাঁচ কোটি ২৫ লাখ টাকা। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি জানিয়েছেন।
এর আগে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে বিকাল ৩টায় বিশেষ কম্বিং অপারেশন-২০২৩ উপলক্ষে কোস্টেগার্ড দক্ষিণ জোন বিসিজি স্টেশন রামগতি মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
পরে জব্দকৃত জালগুলো রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মো.মাসুক উদ্দিনের উপস্থিতিতে পোড়ানো হয়।
আরও পড়ুন: চাঁদপুরে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
বরিশালে ৩৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
৮৪১ দিন আগে