ইয়ং টাইগার্স
নওগাঁয় অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু
বিসিবি আয়োজিত ২০২৪-২৫ সালের রাজশাহী বিভাগের ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার বি গ্রুপের খেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নওগাঁ স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল।
বি-গ্রুপে রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান, জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক, জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিসিবির টিকিট কোচ সেলিম হোসেন সাবু, সাবেক ফুটবলার গোলাম রাব্বানী সাজ্জু, সাবেক ক্রিকেট খেলোয়ার রুহুল কুদ্দুস পলাশ, শামীনুর রহমান শামীম, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি, মেহেদীসহ উভয় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও বিভিন্ন অতিথিরা।
আঞ্চলিক পর্যায়ের এ ক্রিকেট খেলার প্রথম দিন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়।
২ সপ্তাহ আগে
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ৯ টায় শেখ জামাল স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ঢাকা বিভাগ দক্ষিণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
আরও পড়ুন: স্ত্রীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার আল আমিনের জামিন
বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি শামীম হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক ফিরোজ, কোষাধক্ষ কাজী গোলাম মহিউদ্দিন তসলিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রণব কুমার মুখার্জি, কামরুজ্জামান কামরুল, আজাদ হোসেন, জাভেদ পারভেজ শাহীন, আবাহনী ক্রীড়া চক্রের যুগ্ম সম্পাদক আলী আজগর মানিক।
এরপর টুর্নামেন্টের প্রথম খেলায় গোপালগঞ্জ জেলা দলের মুখোমুখি হন শরীয়তপুর জেলা দল।
আরও পড়ুন: এশিয়া কাপ ক্রিকেট: শ্রীলঙ্কা, আফগানিস্তানের গ্রুপে বাংলাদেশ
গাড়ি দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত
১ বছর আগে