শ্রীলেখা মিত্র
বাংলাদেশের ওয়েবফিল্মে শ্রীলেখা মিত্র
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের ভক্ত এ দেশেও অনেক। ওপার বাংলার প্রিয় তারকার অভিনয় এবার দেখা যাবে বাংলাদেশের ওয়েবফিল্মে।
রাশেদ রাহা পরিচালিত ‘কলকাতা ডায়েরিজ’ ওয়েবফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর।
ওয়েবফিল্মটির খবর ইউএনবিকে নিশ্চিত করেছেন খায়রুল বাশার নির্ঝর। বাংলাদেশের কোন প্ল্যাটফর্মে ‘কলকাতা ডায়েরিজ’ দেখা যাবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই সেটি জানা যাবে।
আরও পড়ুন: রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে ‘হৈমন্তীর ইতিকথা’ দিয়ে বড়পর্দায় অভিষেক ঐশিকা ঐশির
‘কলকাতা ডায়েরিজ’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। কিছুদিন আগেই কলকাতার বিভিন্ন জায়গায় ওয়েবফিল্মটির শুটিং হয়। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ওয়েবফিল্মটি। গল্পে মূল চরিত্র অনামিকা সাহা (শ্রীলেখা মিত্র) নির্ঝঞ্ঝাট স্বাধীন জীবনযাপন করা একজন। সংসার জীবনে ইতি টানলেও নিজের জীবনকে উদ্যমের সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন।
একটি প্রসাধনী সংস্থার কর্ণধার তিনি। তাই ব্যবসা নিয়েই তার ব্যস্ততা। তার প্রতিষ্ঠানে নতুন চাকরিতে আসা অল্প বয়সী মেয়ে শর্মি। যার সঙ্গে অনামিকার বন্ধুত্ব গড়ে উঠে। এর মধ্যে গল্পে যোগ হয় বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া এক ছেলে পিকে’র চরিত্র। এখান থেকে গল্প নতুন দিকে মোড় নেয়।
‘কলকাতা ডায়েরিজ’-এ আরও অভিনয় করেছন দর্শনা বণিক, সিফাত আমিন, শান্তিলাল মুখোপাধ্যায়, অরিজিৎ গুহ প্রমুখ।
আরও পড়ুন: ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরির অভিযোগ
বান্নাহ’র মিষ্টি প্রেমের গল্পে শ্রাবণ্য-আরশ
১ বছর আগে
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি: শ্রীলেখা মিত্র
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকাল ৫টায় প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’। এটি পরিচালনা করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক শ্রীলেখা মিত্র।
টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী আজকে উপস্থিত ছিলেন উৎসবের ‘উইমেন ফিল্ম মেকারস্’ কনফারেন্সে। সেখানে তিনি তার পরিচালিত ও প্রযোজিত ১৯ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, তিনি চান তার চলচ্চিত্র কেউ প্রযোজনা করুক। যেহেতু তিনি চলচ্চিত্র নির্মাণে নতুন তাই তার নির্মিত ‘এবং ছাদ’ ছবিটি দেখে দর্শকের যদি তার প্রতি বিশ্বাস-আস্থা তৈরি হয় তাহলে তিনি আরও চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন।
আরও পড়ুন: পর্দা উঠল ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার প্রসঙ্গে শ্রীলেখা মিত্র বলেন, ‘এবারই প্রথম একজন পরিচালক হিসেবে কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এলাম। এটা তো আমার জন্য অনেক বড় বিষয়। প্রতিটি মুহূর্ত আমি বেশ উপভোগ করছি। বাংলাদেশের এবারের ভ্রমণ পুরোটা কাজের। আমি কয়েকটি মিটিং করব, সিনেমা দেখব, উৎসবে আসার মানুষের সঙ্গে আলাপ করব।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রীলেখা জানান এদেশের চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। শিগগিরই তার শুটিং শুরু হবে।
আরও পড়ুন: শুরু হলো ইশরাত নিশাত নাট্য পুরস্কার
দশম ঢাকা লিট ফেস্টের পর্দা উঠল
১ বছর আগে