গাড়িচাপা
সিলেটে গাড়িচাপায় রিকশাযাত্রীর মৃত্যু
সিলেটে গাড়িচাপায় সিতারা বেগম নামে এক রিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমায় রশিদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভীমরুলের কামড়ে বাবা-মেয়ের পর এবার ছেলের মৃত্যু
নিহত সিতারা বেগম (৮০) দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার এবদালপুর গ্রামের মৃত কটু মিয়ার স্ত্রী।
নিহতের মেয়ে হাজেরা বেগম এ ঘটনায় গুরুতর আহত হন।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার দিকে রশিদপুর বাজার থেকে সিতারা ও তার মেয়ে হাজেরা রিকশায় বাড়ি ফিরছিলেন। বাজারেই ঢাকাগামী একটি গাড়ি রিকশায় ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান সিতারা বেগম। হাজেরা গুরুতর আহত হন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে গাড়িটিকে শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে আবেদন করেছেন নিহতের স্বজনরা। জেলা প্রশাসনের আদেশ-সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ঘাতক গাড়িটি শনাক্তে কাজ চলছে বলে জানান আবুল হোসেন।
আরও পড়ুন: ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যু
ফরিদপুরে মদ্যপানে ২ কলেজছাত্রীর মৃত্যু
২ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ কেন্দ্রে গাড়িচাপায় প্রশিক্ষক নিহত
চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার সময় গাড়িচাপায় প্রশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বারঘরিয়ায় অবস্থিত সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর এ ঘটনা ঘটে।
প্রশিক্ষক গোলাম রসুল (৫২) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর মহল্লার মৃত আলাউদ্দিন মণ্ডলের ছেলে এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক পদে কর্মরত।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন গোলাম রসুল।
একপর্যায়ে হঠাৎ করে চালকের আসনে থাকা এক শিক্ষার্থী গাড়ি পেছনে নেওয়ার চেষ্টা করলে চাপা পড়ে গুরুতর আহত হন গোলাম রসুল। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
১ বছর আগে
চট্টগ্রামে পুলিশের গাড়িচাপায় যুবক নিহত
চট্টগ্রাম মহানগরীতে পুলিশের গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) বিকালে কোর্ট হিল থেকে নামার সময় রেজিস্ট্রি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন (৩০) নগরীর পতেঙ্গা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম আদালতে তার বড় ভাই অ্যাডভোকেট বেলালের সঙ্গে সহকারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর বাকলিয়া থানা পুলিশের পিকআপ ভ্যানটি আসামিকে কোর্ট হাজতে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়।
আরও পড়ুন: কুমিল্লায় পুলিশের গাড়ি চাপায় ৩ নারী শ্রমিক নিহত
এসময় বিক্ষুব্ধ লোকজন পুলিশের গাড়িটি ঘেরাও করে গাড়িতে থাকা পুলিশ সদস্যদের পাশের একটি হোটেলে ঢুকিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের উদ্ধার করে।
সিএমপি দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমান বলেন, বাকলিয়া থানা পুলিশের একটি ভ্যান আসামি নিয়ে আদালতে যাওয়ার পর ফিরে আসার সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়।
তিনি বলেন, হঠাৎ ব্রেক ফেল করে গাড়িটি অনেক পথ কোনোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারলেও রেজিস্ট্রি অফিসের সামনে থাকা একটা গাছে ধাক্কা দিয়ে গাড়ি থামাতে চাইলে তখনই সঙ্গে থাকা বেলাল ও হেলাল নামে দুইভাইকে ধাক্কায় দেয়। এসময় হেলাল চাপা পড়ে মারা যায়। বিষয়টি খুবই দু:খজনক।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর গাড়ি আটকে ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ
খুলনায় ১১ লাখ টাকার মালামাল লুট, গ্রেপ্তার ৩
১ বছর আগে