চট্টগ্রাম মহানগরীতে পুলিশের গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) বিকালে কোর্ট হিল থেকে নামার সময় রেজিস্ট্রি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন (৩০) নগরীর পতেঙ্গা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম আদালতে তার বড় ভাই অ্যাডভোকেট বেলালের সঙ্গে সহকারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর বাকলিয়া থানা পুলিশের পিকআপ ভ্যানটি আসামিকে কোর্ট হাজতে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়।
আরও পড়ুন: কুমিল্লায় পুলিশের গাড়ি চাপায় ৩ নারী শ্রমিক নিহত
এসময় বিক্ষুব্ধ লোকজন পুলিশের গাড়িটি ঘেরাও করে গাড়িতে থাকা পুলিশ সদস্যদের পাশের একটি হোটেলে ঢুকিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের উদ্ধার করে।
সিএমপি দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমান বলেন, বাকলিয়া থানা পুলিশের একটি ভ্যান আসামি নিয়ে আদালতে যাওয়ার পর ফিরে আসার সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়।
তিনি বলেন, হঠাৎ ব্রেক ফেল করে গাড়িটি অনেক পথ কোনোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারলেও রেজিস্ট্রি অফিসের সামনে থাকা একটা গাছে ধাক্কা দিয়ে গাড়ি থামাতে চাইলে তখনই সঙ্গে থাকা বেলাল ও হেলাল নামে দুইভাইকে ধাক্কায় দেয়। এসময় হেলাল চাপা পড়ে মারা যায়। বিষয়টি খুবই দু:খজনক।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর গাড়ি আটকে ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ