আদ্যোপান্ত
মিস ইউনিভার্স ২০২২ এর মুকুট বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েলের আদ্যোপান্ত
মার্কিন যুক্তরাষ্ট্রের আর'বনি গ্যাব্রিয়েল (২৮) মিস ইউনিভার্স ২০২২-এর মুকুট জিতে নিয়েছেন। শনিবার (১৪ জানুয়ারি) লুইসিয়ানার নিউ অরলিন্সে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে তিনি এই মুকুটের অধিকারী হন।
গ্যাব্রিয়েল শুধুমাত্র প্রতিযোগিতার সবচেয়ে বয়স্ক বিজয়ীই নয়, প্রথম ফিলিপিনো-আমেরিকান হিসেবেও ইতিহাস তৈরি করেছেন।
৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার ১ম রানার-আপ হিসেবে ভেনেজুয়েলার আমান্ডা ডুডামেল রানার আপ এবং ডোমিনিকান রিপাবলিকের আন্দ্রেনা মার্টিনেজ ২য় রানার আপ হয়েছেন।
ঐতিহ্য অনুসারে, এবারের বিজয়ী গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়েছেন আগের শিরোপা বিজয়ী ভারতের হারনাজ সান্ধু।
আর'বনি গ্যাব্রিয়েল সম্পর্কে আরও কিছু তথ্য
মিস ইউনিভার্স ২০২২ জেতার আগে রেকর্ড
গ্যাব্রিয়েল একজন ফিলিপিনো-আমেরিকান এবং টেক্সাসের হিউস্টনের বাসিন্দা। ২০২২ সালের জুনে তিনি প্রথম এশিয়ান আমেরিকান নারী হিসেবে মিস টেক্সাস ইউএসএ মুকুট লাভ করেন।
তিনি অক্টোবরে মিস ইউএসএ খেতাব জিতে ফিলিপিনো বংশোদ্ভূত প্রথম ব্যক্তি হওয়ার রেকর্ড করেছেন।
আরও পড়ুন: ২০২৩ এর মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর’বনি গাব্রিয়েল
১ বছর আগে