চুক্তিভিত্তিক নিয়োগ
বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমির মহাপরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন: আন্দোলনকারীদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার, বিতর্কিত চুক্তিভিত্তিক নিয়োগ দ্রুত বাতিল
এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেনের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে।
জনস্বার্থে শিগগিরই এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকার কয়েকটি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ে পাঁচজন সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
আরও পড়ুন: ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের নিয়োগ বাতিল
বাতিল হলো ১৫ আগস্টের সরকারি ছুটি
৪ মাস আগে
রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আরও ২ বছর দায়িত্ব পালন করবেন কামরুল আহসান
রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কামরুল আহসানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় কামরুল আহসানের পুনর্নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রদূত কামরুল ২০২০ সালের ৫ জানুয়ারি মস্কোতে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন এবং ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
রাশিয়ায় তার নিয়োগের পূর্বে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপক্ষীয় ও কনস্যুলারবিষয়ক সচিব ছিলেন।
২০১৬ সালের নভেম্বরে তিনি সচিব পদে উন্নীত হন।
আরও পড়ুন: মিয়ানমারে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মনোয়ার হোসেন
রাষ্ট্রদূত কামরুল ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি আর্জেন্টিনা, কিউবা, জ্যামাইকা ও ভেনিজুয়েলায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও স্বীকৃতি পান।
এছাড়াও, তিনি কানাডায় এশিয়া প্যাসিফিক কূটনৈতিক গ্রুপের ডিন ছিলেন।
তিনি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।
রাষ্ট্রদূত কামরুল সিঙ্গাপুরে কূটনৈতিক ও কনস্যুলার কর্পসের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন এবং সিঙ্গাপুরের আবাসিক রাষ্ট্রদূত এবং কর্পোরেট হাউসের প্রতিনিধিদের একটি প্ল্যাটফর্ম ক্লাব ২০০-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়নের প্রশংসা মার্কিন রাষ্ট্রদূতের
জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট রাষ্ট্রদূত মুহিত
১ বছর আগে