তপন কুমার সরকার
দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
‘বৈষম্যহীনভাবে’ এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদনপত্র দিয়েছেন তিনি।
আরও পড়ুন: শেখ হাসিনাকে কটূক্তির মামলায় রাশেদ খানকে অব্যাহতি
তপন কুমার সরকার আবেদনপত্র জমার দেওয়ার বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন।
ফলাফল প্রকাশের পর পরীক্ষার সব বিষয়ের ফলাফল বিবেচনায় (বিষয় ম্যাপিং) নিয়ে ‘বৈষম্যহীনভাবে’ এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে রবিবার একদল শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে গিয়ে বিক্ষোভ–অবরোধ করে।
দিনভর অবরোধের মুখে রাতে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তপন কুমার সরকার।
আরও পড়ুন: চাঁবিপ্রবির উপাচার্য পদ থেকে নাছিম আখতারকে অব্যাহতি
ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে চাকরি থেকে অব্যাহতি
২ সপ্তাহ আগে
২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৩০ এপ্রিল শুরু
২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে। সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ইউএনবিকে এ তথ্য জানান।
এর আগে গত বছর শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, আগের শিক্ষাবর্ষের মতোই সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাক্রমে এপ্রিল ও জুন মাসে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সিলেটে পুনঃনিরীক্ষণে ৪১ এসএসসি পরীক্ষার্থীর পাস
দেশের বন্যা পরিস্থিতি বিবেচনা করে ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় গত বছরের ১৫ সেপ্টেম্বর।
সরকারের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে কোভিড-১৯ এর কারণে গত দুই বছরে এই পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হয়নি।
আরও পড়ুন: কুমিল্লায় এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ১৫৫ জন ফেল থেকে পাশ!
এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা
১ বছর আগে
এইচএসসির ফলপ্রকাশ ৭ থেকে ৯ ফ্রেব্রুয়ারির মধ্যে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষার রেজাল্ট আগামী ৭ থেকে ৯ ফ্রেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে।
শুক্রবার কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি জানান, এ তিন দিনের মধ্যে ফল প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি ও ফল প্রকাশের সময়সূচি পাওয়ার ভিত্তিতে তা প্রকাশ করা হবে।
আরও পড়ুন: এইচএসসি, বিএমটি’র বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত
২০২১-২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২২ সালের ৬ নভেম্বর থেকে শুরু হয়।
এ বছর মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে ও পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে।
এবছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দেশজুড়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা
এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের চলাচল নিষিদ্ধ
১ বছর আগে