মাটিবাহী ট্রাক্টর
যশোরে মাটিবাহী ট্রাক্টরচাপায় গৃহবধূ নিহত, আহত ৩
যশোরের শার্শায় নাভারণ-সাতক্ষীরা সড়কে মাটিবাহী ট্রাক্টরচাপায় রিতা রাণী নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহতের স্বামী মিলন গোলদার, তাদের মেয়ে ও এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
রবিবার (৫ মে) বিকালে সাতক্ষীরা সড়কের জামতলা মবিল ফ্যাক্টোরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিতা রাণী সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামের মিলন গোলদারের স্ত্রী।
পুলিশ জানায়, বাগআঁচড়া থেকে তিনজন মোটরসাইকেলে করে নাভারণের দিকে যাচ্ছিলেন। এমন সময় জামতলা মবিল ফ্যাক্টোরির সামনে পৌঁছালে মাটিবাহী ট্রাক্টরচাপায় ঘটনাস্থলেই নিহত হন রিতা রাণী। এঘটনায় আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নাভারণ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে বজ্রপাতে মা ও শিশু নিহত
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
৭ মাস আগে
নাটোরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত ১
নাটোরের লালপুরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর এক নারী। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার মোহরকয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা আফিয়া (৬০) মোহরকয়া গ্রামের জলির খামারুর স্ত্রী।
আহত নারী হলেন আনজেরা (৫৫)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান যে দুপুর ২টার দিকে উপজেলার মোহরকয়া এলাকায় মাটিবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন যে উত্তেজিত গ্রামবাসী ট্রাক্টরটি ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ফরিদপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭
কুষ্টিয়ায় আ. লীগ কর্মী ছুরিকাঘাতে নিহত
১ বছর আগে
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নাটোরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। সোমবার সকালে বড়াইগ্রাম উপজেলার হারোয়া এলাকায় আঞ্চলিক সড়কে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিক সূর্য (১৮) লালপুর উপজেলার আবদালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিউল আজম জানিয়েছেন, সকালে বড়াইগ্রাম উপজেলার হারোয়া এলাকায় আঞ্চলিক সড়কে মাটিবাহী একটি ট্রাক্টর পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক সূর্য। আহত হয় তার সহযাত্রী ওয়াহাব।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং ট্রাক্টরটি জব্দ করে।
আরও পড়ুন: জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
১ বছর আগে
সাতক্ষীরায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ায় বাবার সঙ্গে ঘুরতে বেরিয়ে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুমতাহিনা ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
আরও পড়ুন: পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেন তার মেয়ে মুমতাহিনাকে নিয়ে মোটরসাইকেও করে গয়ড়া কলেজ মোড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে এবং মুমতাহিনা ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।তবে তার বাবা আলমগীর হোসেন অল্প আঘাত পেয়ে অক্ষত আছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যায়। ট্রাক্টরটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহত শিশুটির পরিবার যদি চান তাহলে ময়নাতদন্ত করা হবে।
আরও পড়ুন: কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে