নওগাঁর পোরশায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালক নাজমুল হক সুমন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন আজিম উদ্দীন (২৩) নামে আরও একজন।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নিতপুর-সারাইগাছী সড়ক হয়ে সুতরইল মোড়ে যাওয়া সময় বড় ব্রিজ এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক সুমন পোরশা উপজেলার নিতপুর পুরাতন পাড়ার মহল্লার মজিবর রহমানের ছেলে। গুরুতর আহত আজিম উদ্দীন (২৩) একই এলাকার মোতাহারের ছেলে।
স্থানীয়রা জানান, নাজমুল ও আজিম মোটরসাইকেলে করে নিতপুর-সারাইগাছী সড়ক হয়ে সুতরইল মোড়ে যাওয়ার সময় বড় ব্রিজ এলাকায় পৌঁছালে মাটিবাহী ট্রাক্টরের চাপায় নাজমুল নিহত হন।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকচাপায় নৈশ প্রহরী নিহত
আহত অবস্থায় স্থানীয়রা আজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকালে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নওগাঁর পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘নাজমুল ও আজিমের পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে। পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’