নিরাপত্তারক্ষীর মৃত্যু
গাজীপুরে বাসচাপায় নিরাপত্তারক্ষীর মৃত্যু, পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একটি তৈরি পোশাক কারখানার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এ সময় পোশাক শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেনেএবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
রবিবার সকালে উপজেলার হরতকিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদুল হক (৪০) গাইবান্ধার বাসিন্দা এবং চন্দ্রা এলাকার একটি ডেনিম কারখানায় নিরাপত্তারক্ষী।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আজ সকালে হরতকিতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে পোশাক শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
তারা মহাসড়কের দুই পাশের যানবাহন ভাঙচুর ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বলে ওসি জানান।
তিনি বলেন, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: গাজীপুরে পুলিশ-পোশাক শ্রমিক সংঘর্ষ, আহত ১০
চট্টগ্রামে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
১০৪৯ দিন আগে