৮ম মৃত্যুবার্ষিকী
কোকো’র ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হবে মঙ্গলবার
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (২৩ জানুয়ারি)।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।
সকাল ৮টায় বনানীতে কোকোর কবরস্থান প্রাঙ্গণে কোরআনখানির আয়োজন করা হবে। এরপর সকাল ১০টায় তার কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপির নেতাকর্মীরা।
কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
আরও পড়ুন: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
এছাড়া দুপুর দেড়টায় দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
দিবসটি উপলক্ষে, বিকাল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন সহযোগী ও পেশাজীবী সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি ভাড়া বাসায় ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। ২৭ জানুয়ারি তার লাশ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: বিএনপি নেতা হান্নান শাহের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল
১ বছর আগে