শবে মেরাজ
১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (২২ ডিসেম্বর) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্তে পৌঁছায়।
সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, ওয়াকফ প্রশাসক মো. শাহীন হোসেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি এবং অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী।
এ ছাড়াও সভায় ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ওয়ারেছ আনসারী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম এবং স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যদের মধ্যে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবদুল্লাহ ফারুক, আদমপুরা ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার উপাধ্যক্ষ আবদুল গাফফারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
৬ দিন আগে
পবিত্র শবে মেরাজ আজ
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
সারা পৃথিবীর মুসলিম উম্মাহর কল্যাণে মুসলমানরা পরম করুণাময় আল্লাহর রহমত কামনা করেন এবং সারাদেশের মসজিদ ও বাড়িতে বাড়িতে প্রার্থনা করবেন।
নবী মুহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। সে দিনের সম্মানে প্রতি বছর ২৬ রজব রাতে মুসলমানরা শবে মেরাজ উদযাপন করেন।
ইসলাম ধর্ম অনুসারে, ‘বুরাক’ নামক এক বিশেষ বাহনে করে মহানবী (সা.) মসজিদ আল-হারাম থেকে মসজিদ আল-আকসায় ভ্রমণ করেন। সেখান থেকে তিনি বেহেশত ও দোযখ পরিদর্শন করেন। সে রাতে আল্লাহ নবীকে পাঁচ ওয়াক্ত নামাজসহ বিভিন্ন নির্দেশনা দেন।
আরও পড়ুন: পবিত্র শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি
পবিত্র শবে কদর পালিত
সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবে কদর
১০৪৪ দিন আগে
পবিত্র শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি
আগামী ১৮ ফেব্রুয়ারি রাতে দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতি বছর ২৬ রজব রাতে মুসলমানরা শব-ই-মেরাজ পালন করেন। যেদিন নবী মুহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এক বিশেষ পরিভ্রমণ করেন।
আরও পড়ুন: সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর তীব্র নিন্দা বাংলাদেশের
পবিত্র আশুরা আজ
১০৭০ দিন আগে