যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
সারা পৃথিবীর মুসলিম উম্মাহর কল্যাণে মুসলমানরা পরম করুণাময় আল্লাহর রহমত কামনা করেন এবং সারাদেশের মসজিদ ও বাড়িতে বাড়িতে প্রার্থনা করবেন।
নবী মুহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। সে দিনের সম্মানে প্রতি বছর ২৬ রজব রাতে মুসলমানরা শবে মেরাজ উদযাপন করেন।
ইসলাম ধর্ম অনুসারে, ‘বুরাক’ নামক এক বিশেষ বাহনে করে মহানবী (সা.) মসজিদ আল-হারাম থেকে মসজিদ আল-আকসায় ভ্রমণ করেন। সেখান থেকে তিনি বেহেশত ও দোযখ পরিদর্শন করেন। সে রাতে আল্লাহ নবীকে পাঁচ ওয়াক্ত নামাজসহ বিভিন্ন নির্দেশনা দেন।
আরও পড়ুন: পবিত্র শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি