৬০ জন
ডেঙ্গুতে আরও ৬০ জন আক্রান্ত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে শনিবার (২৯ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।
তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩
এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩০ জন রোগী।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ জনের। এদের মধ্যে পুরুষ ২০ জন ও নারী ২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ৬০৭ জন।
এদের মধ্যে পুরুষ ২ হাজার ১৯১ জন ও নারী ১ হাজার ৪১৬ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৯ জন আক্রান্ত
দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪
৫ মাস আগে
নেপালে বিমান দুর্ঘটনা: ৬০ জনের লাশ হস্তান্তর
নেপালের কর্তৃপক্ষ গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় নিহত ৭২ জনের মধ্যে ৬০ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়েতি এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় ৬৮ জন নিহত: নেপালে জাতীয় শোক পালন
বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধার হওয়া আরও ১০টি লাশের মধ্যে ছয়টি শনাক্ত করা হয়েছে, শিগগিরই তাদের স্বজনদের কাছে এগুলো হস্তান্তর করা হবে। বাকি চারজনকে এখনও শনাক্ত করা হয়নি।
গত ১৫ জানুয়ারি রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পশ্চিমে পোখারার রিসোর্ট শহরে ইয়েতি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৭২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৭০ জনের লাশ পাওয়া গেছে।
উদ্ধারকারীরা এখনও সেই স্থানে দুটি লাশের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে।
টুইন ইঞ্জিনের এটিআর ৭২-৫০০ বিমানটি হিমালয়ের পাদদেশে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আসার সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি রানওয়ে থেকে প্রায় ১.৬ কিলোমিটার (১ মাইল) বা প্রায় ৮২০ মিটার (২৭০০ ফুট) উঁচুতে অবস্থিত।
তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট জানা যায়নি।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও বলেছে যে বিমানবন্দরের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।
আরও পড়ুন: নেপালের পার্লামেন্টের সামনে যুবকের আত্মহননের চেষ্টা
নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা: ডাটা বক্স ফ্রান্সে পাঠানো হয়েছে
১ বছর আগে