অপূর্ব
অর্থ আত্মসাতের অভিযোগ: অপূর্বর পাশে সহকর্মীরা
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের দীর্ঘদিনের ক্যারিয়ার। এই সময় এসেও টেলিভিশন নাটকের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে তিনি অন্যতম।
আর ওটিটিতে তাকে দেখা গেছে ভিন্ন এক রূপে। তার অভিনয় মুন্সিয়ানার প্রমাণ তিনি এখানে আরও তীব্রভাবে দিয়েছেন।
আর এমন সময় তাকে ঘিরে চুক্তি ভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড (আলফা আই)।
আরও পড়ুন: ২০২৪ সালে অস্কার পুরস্কার পেলেন যারা
প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে ২৪টি নাটকের জন্য চুক্তিবদ্ধ হন অপূর্ব। ৫০ লাখ টাকার চুক্তি অনুযায়ী ৩৩ লাখ টাকা নিয়েছেন এই তারকা।
তবে নাটক শেষ করেছেন মাত্র ৯টি। পরে আলফা আই তার সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তা পারেনি।
স্বাভাবিকভাবেই এমন ঘটনায় সবার প্রত্যাশা অপূর্ব কী বললেন। তবে তিনি বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাচ্ছেন না।
গণমাধ্যমে তার বক্তব্য, ‘বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে এবং আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে। পাশাপাশি টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব)ও বিষয়টি জানে। তারা যা বলার বলবেন।’
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে আমার আইনজীবী কথা বলবেন। যেহেতু আইনি প্রক্রিয়ায় আমি এগোচ্ছি, তাই এটা নিয়ে কোনো মন্তব্য বা কথাবার্তা এ মুহূর্তে বলতে চাই না। এসব আমি কথা বললে আইনি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হতে পারে বলে আমার আইনজীবী জানিয়েছেন। তাই যা বলার তারাই বলবেন।’
অপূর্বের এমন অপ্রীতিকর ঘটনায় পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির অনেকে। পরিচালক চয়নিকা চৌধুরী ফেসবুকে পোস্টে অপূর্ব প্রসঙ্গে লেখেন।
তার কিছু অংশ হলো, ‘কাউকে ছোট করে, অসম্মানিত করে কেউ কখনই বড় হতেই পারে না কোনোদিন। ফেইসবুকে প্রকাশ্যে তো অবশ্যই নয়। আর ফেইসবুক কখনই আদালত না যে এইখানেই সবকথা বলতে হবে, বিশেষ করে নেগেটিভ কথা। প্রহেলিকার মতো বলতেই চাই, চোখে যা দেখা যায় তা আসলে দেখা যায় না।’
আরও লেখেন, ‘আর ইন্ড্রাস্ট্রি কখনোই একা একা এগোয় না। সব্বাইকে নিয়েই সামনে এগোয়। আর অপূর্বর ১৬/১৭ বছরের ক্যারিয়ার টানা ধরে রাখাও এমনি এমনি হয়নি। পাশাপাশি এও বলতে চাই, আমার খারাপ সময়ে বা দুঃসময়ে কে আমার পাশে থাকল না, তা আমি মাথায় রাখি না কখনই। বরং আমার প্রিয়জনদের জন্যে শুভ কামনা আমার মন থেকে সবসময় আসে।’
অভিনেতা খালেদ মাহমুদ ফেসবুক পোস্টে বলেন, ‘অপূর্ব ভাইকে ভালোবাসি। অপূর্ব ভাই সুপারস্টার ছিলেন, সুপারস্টার আছেন এবং সুপারস্টার থাকবেন। সব ঝামেলা থেকে মুক্ত হয়ে রাজার মতো ফিরবেন প্রিয় অপূর্ব ভাই।’
পরিচালক জাকারিয়া সৌখিন লেখেন, ‘অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সত্যি বলতে, অপূর্বকে আমরা খুব ভালো চিনি। এই কাজ ওকে দিয়ে কোনোভাবেই সম্ভব না। তাই অভিযোগটি অগ্রহণযোগ্য এবং অবিশ্বাস্য! অপূর্ব, তুমি একা নও। আমরা তোমার পাশে আছি।’
আরও পড়ুন: বুয়েট ছেড়ে শান্তিনিকেতনে পাড়ি দেন সাদি মহম্মদ
নীরবে চলে গেলেন সাদি মহম্মদ
৮ মাস আগে
অপূর্ব’র ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ হইচই-এ আসছে ফেব্রুয়ারিতে
ছোট পর্দার শীর্ষস্থানীয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে এবার দেখা যাবে দক্ষিণ এশিয়ার স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ। কিংবদন্তি নায়ক সালমান শাহ’র রহস্যময় মৃত্যুর ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ শিরোনামে মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি।
একদিকে নাট্যজগতের চিরচেনা মুখ অপূর্ব’র আলবত ভিন্ন চরিত্র, অন্যদিকে রূপালি পর্দার কালজয়ী অভিনেতা চির সমালোচিত প্রয়াণ- সব মিলিয়ে পুরো বিষয়টি বিনোদনকর্মী ও দর্শক, দুই মহলকেই উদ্বেলিত করছে হাজারো কৌতূহলে। গত ২৩ জানুয়ারি ঘোষণার পর থেকেই দেশীয় নাটক ও চলচ্চিত্রপ্রেমিদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলা কন্টেন্টটি। চলুন, জেনে নেয়া যাক ওয়েব সিরিজটির বিস্তারিত।
‘বুকের মধ্যে আগুন’-এর নেপথ্যে প্রিয় নায়ক সালমান শাহ
নাম-চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন; জন্মস্থান-সিলেটের দরিয়া পাড়া। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির পর পরই এই ইমন হয়ে যান সকলের প্রিয় সালমান শাহ। তার স্কুল জীবন শুরু হয়েছিল খুলনা জেলার বয়রা মডেল উচ্চ বিদ্যালয়ে, যেখানে চিত্রনায়িকা মৌসুমীও পড়াশোনা করতেন। ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করেন। অতঃপর ডক্টর মালেকা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ’র মাধ্যমে পড়াশোনার পাট চুকিয়ে ফেলেন। ১৯৯২ সালের ১২ আগস্ট সামিরা হকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সালমান।
আরও পড়ুন: পাঠান মুভি রিভিউ: বলিউড কিং শাহরুখ খানের অভিজাত প্রত্যাবর্তন
'কথার কথা' নামের একটি ম্যাগাজিন শো’তে হানিফ সংকেতের গাওয়া 'নামটি ছিল তার অপূর্ব' গানের মিউজিক ভিডিওতে মডেলিংয়ের মাধ্যমে টিভি পর্দায় প্রথম হাজির হন সালমান। প্রথম অভিনয় ১৯৮৫ সালের টিভি নাটক 'আকাশ ছোঁয়া'। এরপর বড় পর্দায় প্রথম ছবি 'কেয়ামত থেকে কেয়ামত' দিয়েই একদম বাজিমাত করে দেন। তারপর থেকে ৪ বছরের ক্যারিয়ারে তিনি মোট ২৭টি সিনেমায় অভিনয় করেছেন, যার সবগুলোই ব্যবসা-সফল।
এই তারকা ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে ঢাকার ইস্কাটনে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। জনপ্রিয়তা তুঙ্গে থাকা তারকার রহস্যময় মৃত্যুতে সারা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
২০১৬ সালের ১৭ জানুয়ারি সালমান শাহকে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন আয়োজিত মরণোত্তর পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০১৬'-এ সম্মানিত করা হয়।
সালমানের মৃত্যুর প্রায় ২৫ বছর পর ২০২০ সালে ২৪ ফেব্রুয়ারি পুলিশ তদন্তে অবশেষে আত্মহত্যাকে তার মৃত্যুর কারণ হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু পরিবারসহ তার গুণমুগ্ধ ভক্তরা তা মানতে নারাজ। এই রহস্যময় ঘটনার ছায়ায় কি ঘটেছিল তারই একটা কাল্পনিক পরিবেশনা হবে ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে।
আরও পড়ুন: ভিকি জাহেদের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’ বিঞ্জের পর্দায় দেখা যাবে ফেব্রুয়ারিতে
ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর পঞ্চায়েত শুভাগমন
আজ থেকে প্রায় সাড়ে ৫ বছর আগে ২০১৭-এর ২০ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল এই ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম। কোনো ওয়েব সিরিজ না থাকলেও তখন এর কন্টেন্ট ছিল প্রতিষ্ঠাতা সংস্থা এসভিএফের নিজস্ব ২০টি সহ ৪০০ টির বেশি বাংলা সিনেমা, ২০টি অরিজিনাল শো, এবং এক হাজারেরও বেশি গান। সব মিলিয়ে গ্রাহকদের জন্য উন্মুক্ত হয়েছিল প্রায় এক হাজার ৪০০ ঘন্টার কন্টেন্ট।
১ বছর আগে