কসোভো
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগে কসোভোর বিনিয়োগকারীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ (এসইজেড) বিভিন্ন খাতে বিনিয়োগ করতে কসোভোর বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার উরেয়া বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে বলেন, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালনের জন্য কসোভোর বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গেই দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ।
আরও পড়ুন: দ্রুত বিচারকাজ সম্পন্ন করুন: বিচারপতিদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশ ও কসোভোর মধ্যে সহযোগিতা এবং বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে রাষ্ট্রপতি দু'দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশ ও কসোভোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন মোঃ সাহাবুদ্দিন।
সাক্ষাৎকালে কসোভোর বিদাইয়ী রাষ্ট্রদূত যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।
তিনি দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতির সঙ্গে লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ
৭১৭ দিন আগে
কসোভোকে নিজেদের উচ্চমানের আরএমজি ও ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করার পরামর্শ বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কসোভোকে বাংলাদেশ থেকে উচ্চমানের আরএমজি ও ওষুধ আমদানির পরামর্শ দিয়েছেন।
রবিবার (ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের বিদায়ী রাষ্ট্রদূত গুনার উরেজা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করার সময় তিনি বাংলাদেশ থেকে দক্ষ মানবসম্পদ নেওয়ার পরামর্শ দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত হিসেবে চার বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর, গুনার উরেজা শিগগিরই বাংলাদেশ থেকে বিদায় নিতে চলেছেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে রাষ্ট্রদূতের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন।
বিদায়ী রাষ্ট্রদূত কসোভো প্রজাতন্ত্রের প্রতি সমর্থনের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: ১৯৭১ সালে ভূমিকার জন্য বাংলাদেশের জনগণের কাছে কিসিঞ্জারের ক্ষমা চাওয়া উচিত ছিল: মোমেন
তিনি বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের প্রশংসা করেন। কসোভোর বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগের উন্নয়নে বাংলাদেশ ও কসোভো দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের আগ্রহ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে জানান।
তারা নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের জন্য শান্তির পূর্বশর্ত নিয়েও আলোচনা করেন।
বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষ, সংস্কৃতি ও সৌন্দর্যের প্রশংসা করে বলেন, বাংলাদেশ চিরকাল তার হৃদয়ে থাকবে।
আরও পড়ুন: বাংলাদেশের রপ্তানিকারকরা সক্রিয়, মার্কিন শ্রম নীতি নিয়ে খুব উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী মোমেন
যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আছে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আছি: পররাষ্ট্রমন্ত্রী
৭৩৩ দিন আগে
ঢাকায় কসোভোর কনস্যুলার সেবা চালু
কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কনস্যুলার সেবা চালু করেছে।
কসোভো প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও প্রবাসী উপমন্ত্রী ক্রেশনিক আহমেতি বাংলাদেশি নাগরিক মালিহা ইকবালকে দূতাবাস কর্তৃক ইস্যু করা প্রথম ভিসা মঞ্জুর করেন।
আরও পড়ুন: সৌদির ওয়াদি আদ দাওয়াসির শহরে বাংলাদেশিদের দূতাবাসের কনস্যুলার সেবা
বুধবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিক মালিহা ইকবালকে দূতাবাস কর্তৃক জারি করা প্রথম ভিসা ক্রেশনিক আহমেতি মঞ্জুর করেছেন।
১১৫০ দিন আগে
আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে কসোভো
আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে কসোভো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমের সাথে বুধবার সাক্ষাতকালে এই সহযোগিতা চান কসোভোর রাষ্ট্রদূত গুনের ওরেয়া। এসময় কসোভোর রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শাহ্রিয়ার আলম।
সদ্য সমাপ্ত ৭৬তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী এবং কসোভো পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেকার সাইডলাইন বৈঠকের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম বলেন, উক্ত বৈঠকের পর বাংলাদেশ ও কসোভো অনেক কাছাকাছি এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেদেশে রাষ্ট্রীয় সফরের জন্য কসোভোর প্রধানমন্ত্রীর আমন্ত্রণের কথা জানান কসোভোর রাষ্ট্রদূত।
এ সময় সুবিধাজনক সময়ে কসোভো সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ পৌঁছে দেন কসোভো রাষ্ট্রদূত।
উল্লেখ্য, বাংলাদেশ ও কসোভোর দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে। ইতোমধ্যে কসোভোর সাথে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আরও কিছু সমঝোতা স্মারক, চুক্তি শেষ পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের সমর্থন চায় কসোভো
বাংলাদেশ-কসোভোর মধ্যে শিল্প ও ব্যবসা-বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ়ের আহ্বান
১৪৭১ দিন আগে
আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের সমর্থন চায় কসোভো
আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের সমর্থন চেয়েছে কসোভো। বাংলাদেশও কসোভোয় বিনিয়োগ ও ব্যবসার সুযোগ চেয়েছে।
গত বুধবার কসোভোর প্রেসিডেন্ট ড. ভিয়োসা ওসমানি সাদ্রিয়েঁর কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া তাঁর পরিচয়পত্র পেশ করার পর তাদের মধ্যে একটি একান্ত বৈঠক হয়। বৈঠকে তাদের মাঝে কোভিড -১৯ সংকট ও দ্বৈত কর পরিহার চুক্তি সম্পাদনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: স্পিকারের সাথে কাতারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এ সময় রাষ্ট্রদূত কসোভোর প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন।
প্রেসিডেন্ট ড, ভিয়োসাও জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গণে নতুন দেশ হিসেবে কসোভোর প্রতি বাংলাদেশের সমর্থনে তাঁর প্রত্যাশ্য ব্যক্ত করেছেন।
কসোভোর রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো ফলপসু এবং মজবুত করা সম্ভব। এছাড়া উভয় দেশ চলমান কোভিড -১৯ অতিমারি সংকট এবং ভ্যাকসিন ইস্যু, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সম্ভাবনা, দ্বৈত কর পরিহার চুক্তি সম্পাদন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টের ভিসার প্রক্রিয়া সহজিকরণ, দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং ফলপ্রসু সংযোগ বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত স্বাধীনতার জন্য কসোভো ও বাংলাদেশের মুক্তিকামী মানুষের একই রকমের ত্যাগ স্বীকার ও মুক্তি সংগ্রামের বিষয় উল্লেখ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে কীভাবে বাংলাদেশের জনগণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে তা তুলে ধরেন।
আরও পড়ুন: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীন বিশ্বস্ত অংশীদার: প্রধানমন্ত্রী
কসোভো’র প্রতি বাংলাদেশের সমর্থনের আশ্বাস জানিয়ে তিনি বলেন , কসোভোর পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সবসময়ই প্রস্তুত আছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত ও অভূতপূর্ব সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়েও রাষ্ট্রদূত কসোভোর প্রেসিডেন্টকে অবহিত করেন।
বৈঠক শেষে কসোভোর প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
১৬১৭ দিন আগে
বাংলাদেশ-কসোভোর মধ্যে শিল্প ও ব্যবসা-বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ়ের আহ্বান
বাংলাদেশ-কসোভোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানির বৃদ্ধির লক্ষ্যে যৌথ অর্থনৈতিক কমিশন মিটিংয়ের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনের ঊরেয়া।
১৭৩৩ দিন আগে
বাংলাদেশ-কসোভো সহযোগিতার খাত খতিয়ে দেখার কথা বললেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও কসোভোর মধ্যে বৃহত্তর সহযোগিতার জন্য বিভিন্ন খাত খতিয়ে দেখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১৪৫ দিন আগে