পাখি মেলা
জাবিতে দিনব্যাপী পাখি মেলা শুক্রবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুক্রবার অনুষ্ঠিত হবে দিনব্যাপী পাখি মেলা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, অরণ্যক ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ জুলজিক্যাল সোসাইটি ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এ মেলার আয়োজন করছে।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম এ কর্মসূচির উদ্বোধন করবেন।
আরও পড়ুন: জাবির মুক্তমঞ্চে নদীর জীবন-চিত্র আঁকলো শিক্ষার্থীরা
মেলার আহ্বায়ক অধ্যাপক কামরুল হাসান বলেন, ‘আমরা আশা করছি বিগত বছরগুলোর মতো এবারও মেলা সফল হবে। তাছাড়া কোভিড মহামারির কারণে গত দুই বছর মেলা আয়োজন করতে না পারায় এ বছর মেলা আরও আলোড়ন সৃষ্টি করবে।’
দিনব্যাপী এ মেলায় উদ্বোধনী অধিবেশন, অডিও ও ভিডিওর মাধ্যমে পাখি শনাক্তকরণ প্রতিযোগিতা, পরিবেশবিষয়ক বিতর্ক ও শিশুদের জন্য পাখি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয় থাকবে।
এছাড়া বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড, কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড ও সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড- এই তিনটি ক্যাটাগরিতে মোট সাতজন পাখি সংরক্ষণবিদকে পুরস্কৃত করা হবে।
আরও পড়ুন: জাবিতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
১ বছর আগে