গাড়ি থামানো
জাবিতে গাড়ি থামানোয় নিরাপত্তাকর্মীকে মারধর শিক্ষার্থীর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাড়ি নিয়ে ঢুকতে বাধা দেয়ায় এক নিরাপত্তাকর্মীকে মারধর ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে উইকেন্ড প্রোগ্রামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ওই শিক্ষার্থী গাড়ি নিয়ে ঢুকার সময় বাধা দেয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানান নিরাপত্তা প্রহরী জাকারিয়া।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম দিপ্ত দেবনাথ।
আরও পড়ুন: জাবিতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
নিরাপত্তা অফিস সূত্রে জানা গেছে, কয়েকজন ছেলেমেয়ে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গার্ড প্রশাসনের অনুমতি না থাকায় তাদের ঢুকতে দেননি। পরে তারা নিরাপত্তাকর্মীকে গালিগালাজ ও মারধর করেন।
এ বিষয়ে নিরাপত্তাকর্মী বলেন, আজকে প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসের ভেতরে গাড়ি ঢুকতে না দেয়ার নির্দেশনা ছিল। উইকেন্ডের কয়েকজন গাড়ি নিয়ে ঢুকতে চাইলে আমি তাদের নিষেধ করি। পরে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ‘টাকা দিয়ে পড়ি, গাড়ি নিয়ে ঢুকতে দিবি না কেন’ বলে গালিগালাজ করা শুরু করেন এবং মারধর করেন।
অভিযুক্ত দিপ্ত দেবনাথ বলেন, গাড়ি নিয়ে প্রবেশ করার সময় আমাকে বাধা দেন। আমি তো শিক্ষার্থী তাই বাধা দেয়ায় কারণ জানতে চাই। কর্মী গাড়ি সরাতে বললে আমি তাকে গালিগালাজ করেছি। হাতাহাতি হয়েছে। আমিও মার খেয়েছি। তারপর আমার সঙ্গে দুই জন ছিল তারাও হাতাহাতিতে অংশ নিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, 'গার্ডের সঙ্গে যা হয়েছে তা অন্যায়।'
আরও পড়ুন: জাবিতে মোটরসাইকেলের ধাক্কায় আহত শিক্ষার্থী লাইফ সাপোর্টে
জাবিতে দিনব্যাপী পাখি মেলা শুক্রবার
১ বছর আগে